বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের হয়ে বহু ম্যাচে দুরন্ত ক্রিকেট খেলেছেন তিনি(KKR Star)। তবে এবারের IPL-এ নাইট শিবিরে জায়গা হয়নি তাঁর। কিন্তু আজও ভেঙ্কটেশদের দলে কান পাকলে শোনা যায় তাঁর নাম। এবার সেই নাইট তারকাই যমজ সন্তানের বাবা হতে চলেছেন। হ্যাঁ, প্রাক্তন KKR তারকা নীতিশ রানার পরিবার বড় হচ্ছে। স্ত্রী মারওয়ার মা হওয়ার সু-খবর দিয়েছেন খোদ ক্রিকেটার নিজেই।
দাদু হচ্ছেন বলিউড স্টার গোবিন্দা
দীর্ঘ 3 বছরের ডেটিং পর্ব শেষে 2019 সালে বলিউড স্টার গোবিন্দার ভাইঝি সাচিকে বিয়ে করেন প্রাক্তন নাইট তারকা নীতিশ রানা। দীর্ঘ সময় পেরিয়ে অবশেষে পরিবারে নতুন সদস্যের আগমনের সুখবর জানিয়েছেন খেলোয়াড় নিজেই। সেই সুবাদে যমজ সন্তানের দাদু হচ্ছেন বলিউডের পরিচিত মুখ তথা সুপারস্টার গোবিন্দা।
যমজ সন্তানের বাবা হচ্ছেন নীতিশ
IPL শুরুর আগেই সুখবর দিলেন নাইটদের প্রাক্তন সতীর্থ নীতিশ রানা। সম্প্রতি, নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভাবী যমজ সন্তানদের অভিভাবক হওয়ার সুখবর জানিয়েছেন সাচি ও নাইট তারকা, নীতিশ দুজনেই।
শুভেচ্ছা বার্তায় ভেসেছেন নীতিশরা
সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজেদের পরিবার বড় হওয়ার খবর শেয়ার করতেই নীতিশ রানা ও রানা ঘরণী সাচিকে আগত যমজ সন্তানের জন্য শুভেচ্ছা জানিয়েছেন নেট পাড়ার বাসিন্দারা। প্রাক্তন নাইট তারকার সোশ্যাল মিডিয়া পোষ্টের কমেন্ট বক্সে চোখ রাখলে দেখা যাবে, বর্তমান IPL দলের তরফে শুভেচ্ছা বার্তা পেয়েছেন নীতিশ।
কমেন্টে লেখা হয়েছে, তোমার জন্য দুটো ছোট্ট গোলাপি শার্ট। এছাড়াও প্রাক্তন সতীর্থকে শুভেচ্ছা জানিয়েছেন নাইট তারকা রমনদীপ সিংও। পাশাপাশি শুভেচ্ছা বার্তা এসেছে মায়াঙ্ক ডাগর থেকে শুরু করে অন্যান্য নেট নাগরিকদের তরফে।
2025 IPL-এ রাজস্থান রয়েলসের হয়ে মাঠে নামবেন নীতিশ
গত নভেম্বরের IPL নিলামে নীতিশের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স। আর এর পরই তড়িঘড়ি 4.20 কোটি দিয়ে প্রাক্তন নাইট তারকাকে কিনে নেয় রাজস্থান রয়েলস। আসন্ন IPL মরসুমে রাজস্থানের হয়েই মাঠ কাঁপাবেন নীতিশ।
অবশ্যই পড়ুন: ICC-র সেরা একাদশ থেকে বাদ রোহিত, পাকিস্তান! দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়ার বাকিরা! দেখুন তালিকা
উল্লেখ্য, KKR-এর হয়ে দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি শাহরুখ খানের দলের অধিনায়কের দায়িত্বও সামলেছেন নিতিশ। 2023 সালে প্রথম পছন্দের অধিনায়ক শ্রেয়স আইয়ার খেলতে না পারায় তাঁর কাঁধেই উঠেছিল নাইটদের অধিনায়কের দায়িত্ব।