বন্ধ করতে হবে IPL! ভারত, BCCI-র বিরুদ্ধে একজোট হওয়ার আর্জি প্রাক্তন পাক তারকার

Published on:

injamamul haque

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট দুনিয়ায় দাপট বজায় রেখেছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার ছেলেদের দুরন্ত পারফরমেন্সের ওপর ভর করেই বিশ্ব ক্রিকেটে মর্যাদা অখন্ড রয়েছে ভারতের। এবার সেই মর্যাদায় কাদা ছোঁড়ার চেষ্টা পাকিস্তানের! মূলত ভারতীয় ক্রিকেট বোর্ডের সাফল্যে কাঁটা ছড়াতেই দাওয়াই দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক(Formal Pakistani Captain) ইনজামাম উল হক। ভারতকে শায়েস্তা করতে সব দেশের ক্রিকেট বোর্ড গুলিকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রাক্তন পাক তারকা। ইঙ্গিত দিয়েছেন IPL বন্ধ করারও!

ভারতকে শায়েস্তা করার দাওয়াই দিলেন ইনজামাম!

দীর্ঘ 29 বছর পর ফের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করেছে পিসিবি। সেই মতো মিনি বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচই আয়োজিত হচ্ছে পাক ময়দানে। তবে ভারত যেহেতু সেই পথে পা বাড়ায়নি তাই হাইব্রিড মডেল মেনে রোহিতদের ম্যাচ আয়োজিত হচ্ছে দুবাইতেই। আর এই ঘটনার দীর্ঘ সময় পের এবার ক্ষোভ জাহির করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম।

বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে মিনি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে আসন পাকা করে নিয়েছে রোহিত শর্মার ভারত। এমতাবস্থায়, সেমিফাইনাল জিততে পারলেই ফাইনালের আসরেও জায়গা করে নেবে মেন ইন ব্লু-রা। পরিস্থিতি যখন এমন ঠিক সেই মোক্ষম সময়ে, ভারতের সাফল্য উড়িয়ে পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে প্রাক্তন পাক তারকা জানান, চ্যাম্পিয়নস ট্রফির কথা ছেড়েই দিন।

ভারতে আয়োজিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিভিন্ন দেশের খেলোয়াড়রা যোগদান করেন। কিন্তু ভারতের প্লেয়াররা অন্য কোনও বিদেশি লিগে খেলতে জান না। তাই বিশ্বের অন্যান্য দলগুলির খেলোয়াড়দের উচিত IPL না খেলা। প্রাক্তন পাক তারকার দাওয়াই, ভারতীয় ক্রিকেট বোর্ড যদি তাদের প্লেয়ারদের অন্য দেশের লিগে খেলতে না দেয় তাহলে বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডগুলির এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

এরপরই নিজের দেশের সুনাম গাইতে ইনজামাম বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের প্লেয়ারদের IPL খেলতে দেয় না। সব মিলিয়ে, ভারতীয় ক্রিকেট বোর্ডের অবস্থানের ঘোর বিরোধিতা জানিয়ে ক্রিকেট বিশ্বের বিভিন্ন দেশের বোর্ডগুলিকে ভারতীয় বোর্ডের বিরুদ্ধে জোট বাধার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।

কেন IPL নিয়ে এত আক্রোশ ইনজামামের?

অবসর নেওয়ার আগে অন্যান্য দেশে গিয়ে লিগ ক্রিকেট খেলেন না ভারতীয় ক্রিকেটাররা। মূলত সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই বিদেশে গিয়ে লিগ ম্যাচ খেলতে পারেন তারা। যদিও এই নিয়মটা ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের ক্ষেত্রে একটু আলাদা। শুধুমাত্র এই লিগেই অবসর নেওয়ার আগে খেলার অনুমতি রয়েছে ভারতীয় ক্রিকেটারদের।

অবশ্যই পড়ুন: ম্যাচ শেষের আগেই কিউইদের কাছে হারলো ভারত!

এহেন আবহে দলের ছেলেদের নিয়ে BCCI-র এমন অবস্থানের ঘোর বিরোধিতা করেছেন পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড়। মনে করা হচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়ের অন্যতম প্রধান উৎস যেহেতু IPL, সেক্ষেত্রে বিদেশি ক্রিকেটারদের এনে এই লিগের আকর্ষণীয়তা গোটা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে ভারতীয় বোর্ড। সম্ভবত সেই কারণকে সামনে রেখেই এবার বিশ্বের বিভিন্ন বোর্ড গুলিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে জোট বাধার পরামর্শ দিলেন ইনজামাম।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥