৪ বছর খেলেছেন KKR-এ, কিন্তু শাহরুখকে চেনেন না অস্ট্রেলীয় পেসার

Published on:

shah rukh khan kkr

ওয়েব ডেস্কঃ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শুধুমাত্র তিনবার IPL জিতেছে বলেই বিখ্যাত নয়। KKR কোনও কাপ না জিতলেও খ্যাতনামা হত। কারণ তাঁর মালিক খোদ বলিউডের বাদশা শাহরুখ খান। SRK-র ফেমের কারণেই KKR শুধু ভারতেই নয়, গোটা ক্রিকেট বিশ্বেই খ্যাতি অর্জন করেছে। তবে কলকাতা দলে ৪ বছর খেলেও শাহরুখখানকে নাকি চিনতেন না অস্ট্রেলীয় পেসার।

শাহরুখ খানকে চেনেন না প্যাট কামিন্স

কথা হচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে। ২০২৩ এ ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে এই প্যাটকামিন্সের অধিনায়কত্বেই টিম ইন্ডিয়াকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ হাতে তুলে নেয় অস্ট্রেলিয়া। আর এই অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স একসময় কলকাতা নাইট রাইডার্সে খেলতেন।

২০১৪, ২০১৫ ও ২০২২, ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন প্যাট কামিন্স। দীর্ঘ ৪ বছর KKR-এ খেলেও তিনি নাকি বলিউডের বাদশাকে চিনতেন না। প্যাট কামিন্স নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, ‘পথম যেদিন শাহরুখ খানের সঙ্গে দেখা হয়, আমি ওকে চিনতামনা। ও বলিউড সিনেমার হিরো। আমি বলিউড সিনেমা দেখিনা। পরে আমাদের ভারতীয় সতীর্থরা জানায় যে কে এই শাহরুখ খান।’

শাহরুখের প্রশংসা কামিন্সের গলায়

তবে শাহরুখখানকে প্রথমে না চিনে উঠতে পারলেও পরে তাঁরা ভূয়সী প্রশংসা করেছিলেন কামিন্স। KKR-র প্রাক্তন প্লেয়ার বাদশা সম্পর্কে জানান, ‘শাহরুখ খুব ঠানন্ডা মাথায় দল চালান। প্লেয়ারদের উপর কোনও চাপ সৃষ্টি করেন না তিনি। উপরন্তু তিনি বলেন খেলা উপভোগ করো। প্লেয়ারদের খুব উৎসাহিত করেন তিনি।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥