কৌশিক দত্ত, কলকাতাঃ ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির (Vinod Kambli) শারীরিক অবস্থার আচমকাই অবনতি হয়েছে। শনিবার মধ্যরাতে তাঁকে থানের আকৃতি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকরা কাম্বলির শারীরিক অবস্থার উপর নজর রাখছেন। শোনা যাচ্ছে যে, ওনার অবস্থা আশঙ্কাজনক।
সম্প্রতি বিনোদ কাম্বলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেখানে থাকে সচিন তেন্দুলকরের সঙ্গে একই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। সেই সময়েও কাম্বলির শারীরিক পরিস্থিতি যে খুব একটা ভালো ছিল না, তা বোঝাই যাচ্ছিল। আর সেই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেক প্রাক্তন ক্রিকেটারই তাঁকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন।
১৯৯১ সালে টিম ইন্ডিয়ায় অভিষেক বিনোদ কাম্বলির
১৯৯১ সালে টিম ইন্ডিয়ার হয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছিল বিনোদ কাম্বলির। এর দুই বছর পর ১৯৯৩ সালে টেস্টেও অভিষেক হয় তাঁর। নিজের কেরিয়ারের শুরুতে দুর্দান্ত প্রদর্শন করেছিলেন কাম্বলি। ভারতের হয়ে সবথেকে দ্রুত ১০০০ রান করার ব্যাটার হয়ে উঠেছিলেন তিনি। মাত্র ১৪ ইনিংসেই তিনি এই কীর্তি গড়েছিলেন। তবে আজীবন সবকিছুই ঠিকঠাক চলে না। এরপর ধীরে ধীরে তাঁর পারফরমেন্সের গ্রাফ নামতে শুরু হয়।
বিনোদ কাম্বলির কেরিয়ার | Vinod Kambli’s Career
টিম ইন্ডিয়ার হয়ে মোট ১৭টি টেস্ট ম্যাচ খেলেছিলেন বিনোদ কাম্বলি। ১৭ টেস্টে তিনি মোট ১০৮৪ রান করেন। নিজের টেস্ট কেরিয়ারে তিনি ৪ টি সেঞ্চুরি আর তিনটি হাফ সেঞ্চুরি করেছিলেন। এছাড়াও তিনি ভারতের হয়ে ১০৪ টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। সেখানে তিনি ২৪৭৭ রান করেন। ওয়ানডেতে দুটি শতরান ও ১৪ টি অর্ধ শতরান রয়েছে তাঁর। দীর্ঘদিন ধরে খারাপ পারফরমেন্স করার জেরে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। ২০০০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।