মিচেল স্টার্ক সহ ৫ বিদেশিকে রিটেন করছে না KKR, আইপিএল নিলামে বড় পরিকল্পনা নাইটদের

Published on:

kkr retained players 2025

কলকাতাঃ ৩১ অক্টোবরের মধ্যে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) সহ সমস্ত আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোকেই তাঁদের রিটেনশনের তালিকার তুলে দিতে হবে বিসিসিআইকে। এরপর তাঁরা আইপিএল মেগা নিলামে অংশ নিতে পারবে। আর সেই নিলামের আগেই KKR তাঁদের ৫ তারকা বিদেশিকে ছেঁটে ফেলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যাচ্ছে।

WhatsApp Community Join Now

গতবারের IPL চ্যাম্পিয়ন KKR সহ সমস্ত দলই এবার মাত্র ৬ জন প্লেয়ারকে ধরে রাখতে পারবে। বাকিদের না চাইতেও ছেড়ে দিতে হবে। সব দলই মোটামুটি তাঁদের রিটেনশনের তালিকা তৈরি করে ফেলেছে। আর KKR এবার যেই বিদেশি প্লেয়ারকে ছাড়তে পারে, সেই তালিকায় বড়বড় নাম রয়েছে।

KKR Retention List

জানা যাচ্ছে যে, KKR তাঁদের তারকা ওপেনার ফিল সল্টকে ছেড়ে দিতে পারে। সল্ট গতবার KKR-র হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। প্রথমে নেমেই তিনি বড়বড় শট নিয়ে দলের ভিত মজবুত করেছিলেন। স্লট গতবারের IPL-এ KKR-র হয়ে ৪০০-র বেশি রান করেছিলেন। তবে তিনি ফাইনালে খেলার সুযোগ পাননি।

মিচেল স্টার্ককে ছাড়বে KKR

তালিকায় দ্বিতীয় জন হলেন গতবারের IPL-র সবথেকে দামি বোলার মিচেল স্টার্ক। কলকাতা ২৫ কোটি দিয়ে তাঁকে কিনেছিল ঠিকই। কিন্তু স্টার্ক তেমন কিছু করে দেখাতে পারেননি। তবে তিনি ফাইনালে নিজের ছন্দে ফিরে এসেছিলেন, যার জেরে নাইটদের জয়ের পথ সুগম হয়েছিল।

এই তিনজনকে রিটেন করবে না KKR

তালিকায় তৃতীয় জন হলেন রহমানউল্লাহ গুরবাজ। ফিল স্লটের বদলি হিসেবে তার নাম সবার আগে উঠে আসত। স্লট থাকাকালীন তিনি দলে সুযোগ পাননি। তবে প্লে অফে সুযোগ পেয়েও দাগ কাটতে পারেননি। এবার কলকাতা তাঁকে দল থেকে ছাঁটবে বলে জানা যাচ্ছে। এছাড়াও এই লিস্টে চতুর্থ ও পঞ্চম জন হিসেবে দুষ্মান্তা চামিরা ও শেরফান রাদারফোর্ডের নাম উঠে আসছে।

সঙ্গে থাকুন ➥