বিক্রম ব্যানার্জী, কলকাতা: গাড্ডায় পড়া ভারতীয় ফুটবল নিয়ে চিন্তা আরও বাড়ল। দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ অর্থাৎ ISL নিয়ে যে আশঙ্কা এতদিন চেপে এসেছিলেন ফুটবলপ্রেমীরা, এবার তাই হতে চলেছে। আপাতত ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে আশার আলো দেখাতে পারল না আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড।
শুক্রবার সকালে ক্লাবগুলিকে চিঠি দিয়ে FSDL জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে ফেডারেশনের সাথে সমস্যা থাকার কারণে, আসন্ন ডিসেম্বরে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর, সমস্যা কাঁধে রেখে আপাতত ইন্ডিয়ান সুপার লিগ এগিয়ে নিয়ে যেতে পারবে না তারা।
প্রশ্নের মুখে ISL-এর ভবিষ্যৎ
বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। ফেডারেশন ও FSDL এর মধ্যেকার সমস্যা কবে মিটবে এবং কবে শেষমেশ নতুন চুক্তি হবে তা নিয়ে একপ্রকার ধন্দে ছিল ক্লাবগুলি। মাঝেমধ্যেই আশঙ্কার মেঘ বাড়ছিল ভারতীয় ফুটবলের আকাশে। অবশেষে যা হওয়ার সেটাই হল। শুক্রবার সকালে, FSDL-এর তরফে ISL ক্লাবগুলিকে চিঠি দিয়ে জানানো হয়েছে, বর্তমানে ফেডারেশনের সাথে সাক্ষরিত মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট আগামী 8 ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে।
অর্থাৎ সেপ্টেম্বরে কথামতো ইন্ডিয়ান সুপার লিগ শুরু হলেও তার কিছুদিনের মধ্যেই চুক্তি শেষ হয়ে যাবে। যদিও মাঝে ফেডারেশন কমিটির সাথে অস্থায়ী ভিত্তিতে চুক্তি সই করিয়ে তা এপ্রিল পর্যন্ত বাড়িয়ে নেওয়ার প্রসঙ্গ উঠেছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত সেই খাদে বইলো না সম্ভাবনার জল। দীর্ঘ চেষ্টার পরেও সমাধান সূত্র না মেলায় বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে 2025-26 ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে এই মুহূর্তে কোনও আশাবাদী সুর শোনাতে পারছে না FSDL। সংস্থা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, পরিস্থিতি যা তাতে এই মুহূর্তে আমরা ইন্ডিয়ান সুপার লিগ এগিয়ে নিয়ে যেতে পারব না।
বিভিন্ন ক্লাব এবং ফেডারেশনের কাছে পাঠানো চিঠিতে এও দাবি করা হয়েছে, যতদিন না পর্যন্ত নতুন চুক্তি নিয়ে কোনও স্পষ্ট এবং চূড়ান্ত ব্যাখ্যা পাওয়া যায়, ততদিন পর্যন্ত প্রতিযোগিতা মুলতবি রাখার সিদ্ধান্ত নেওয়া হল। একেবারে ক্লাবগুলির সাথে স্বচ্ছতা বজায় রেখে এবং দীর্ঘ চিন্তাভাবনার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছে FSDL।
অবশ্যই পড়ুন: ট্রেন মিস হলে টিকিট অচল ভেবে ফেলে দেন! এই উপায়ে পেয়ে যাবেন রিফান্ড
বড় ধাক্কা খেলো ফুটবল ক্লাবগুলি!
বলে রাখি, 2010 সালে 15 বছরের জন্য ফেডারেশনের সাথে চুক্তি হয়েছিল FSDL এর। এই চুক্তি অনুযায়ী প্রতি বছর 50 কোটি টাকা করে চলে যেত ফেডারেশনের তহবিলে। তবে সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, নতুন চুক্তি মেনে এত খরচ চালানো সম্ভব হবে না। আর তাতেই স্বাভাবিকভাবে রাজি হয়নি ফেডারেশন।
এদিকে সুপ্রিম কোর্ট আবার ফেডারেশনকে নির্দেশ দেয় এই মুহূর্তে এমআরএ সই করতে পারবে না তারা। কেননা, ফেডারেশনের সংবিধান এখনও চূড়ান্ত হওয়া বাকি। কাজেই সুপ্রিম কোর্টের নির্দেশে যত দিন না পর্যন্ত সেই কাজ সম্পন্ন হচ্ছে, ততদিন ফেডারেশনকে চুপচাপ বসে থাকতে হবে। যদিও ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে অনিশ্চয়তার মাঝেই বেশ কিছু ক্লাব ইতিবাচক ইঙ্গিত পাওয়ায় ফুটবলার সই করাতে শুরু করেছিল। তালিকায় নাম রয়েছে ইস্টবেঙ্গলের মতো ক্লাবেরও। তবে শুক্রবার FSDL এর চিঠির পরই নতুন ফুটবলারদের নিয়ে মাথায় হাত পড়ে গিয়েছে সকলের!
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |