‘আশা করছি দ্রুত মাঠে ফিরবো’, অস্ট্রেলিয়া সিরিজকে পাখির চোখ করলেন শামি

Published on:

shami-siraj

ভারতীয় পেসার মহম্মদ শামি (Mohammed Shami) নিজেকে পুরোপুরি ফিট বলে দাবি করেছেন। অস্ট্রেলিয়া সফরের আগে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) দুটো একটা ম্যাচ খেলে নিজেকে তৈরি করে নিতে চাইছেন তিনি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই গোড়ালির চোটের সঙ্গে লড়াই করছেন শামি। বিশ্বকাপ শেষ হওয়ার পর জানা গিয়েছিল তাঁর চোট কতটা গুরুতর। অস্ত্রোপচার করার পর নিজেকে ধীরে ধীরে ফিট করে তুলেছেন শামি, আশা করছেন আবারও ফিরতে পারবেন জাতীয় দলে।

দ্রুত ফেরার ব্যাপারে আশাবাদী শামি

রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের হারের পর দেড় ঘণ্টা বোলিং করেছিলেন মহম্মদ শামি। শামিকে তাঁর বোলিং নিয়ে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। ইনজুরি থেকে সেরে ওঠার পর এই প্রথম ফুল রান আপ নিয়ে বোলিং করেছেন তিনি। এক অনুষ্ঠানে শামি জানিয়েছেন, ‘গতকাল আমার খুব ভালো লাগছিল, কারণ এর আগে আমি অর্ধেক রান আপ নিয়ে বল করছিলাম। আমি আমার শরীরের উপর খুব বেশি চাপ দিতে চাইছিলাম না। অবশেষে পুরো রান আপে বল করার সিদ্ধান্ত নিই, আমি আমার ১০০ দিয়েছি। দারুণ লাগছিল। আশা করছি দ্রুতই ট্র্যাকে ফিরতে পারব।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ফেব্রুয়ারি মাসে হাঁটুতে অস্ত্রোপচার

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হাঁটুতে অস্ত্রোপচার হয় শামির। তারপর থেকে তাঁকে নিয়ে জল্পনা জারি রয়েছে। শামি কবে মাঠে ফিরবেন সে ব্যাপারে ক্রিকেট প্রেমীদের কৌতূহল রয়েছে ধারাবাহিকভাবে। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বর্ডার গাভাসকর সিরিজ। শামির হাতে আর এক মাস বাকি।

ঘরোয়া ম্যাচ খেলার ইচ্ছা শামি

‘মাঠে নামার আগে আমি কীভাবে নিজেকে ফিট রাখতে পারি এবং কতটা তৈরি করে নিতে পারি সেদিকে মনোযোগ দিতে চাই। আমি জানি টেস্ট সিরিজের জন্য কী ধরনের প্রস্তুতি দরকার, তাই যাওয়ার আগে মাঠে আরও কিছু সময় খরচ করলে ভালো হয়। ফিট হয়ে ৮-১০ দিন সময় পেলে অস্ট্রেলিয়া যাওয়ার আগে একটা বা দুটো ঘরোয়া ম্যাচ (রঞ্জি ট্রফি) খেলব’, বলেছেন মহম্মদ শামি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group