বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানকে হারিয়ে সম্প্রতি এশিয়া কাপ জিতেছে ভারত। সদ্য শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টেও প্রতিপক্ষকে হারিয়েছে শুভমন গিলের ভারত। শুক্রবার, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট গড়াবে নয়া দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে। এই মাঠ টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরের ঘরের মাঠ। এখান থেকেই নিজের ক্রিকেট কেরিয়ারে যাত্রাটা শুরু করেছিলেন গম্ভীর। তাই আগামীকালের ম্যাচ শুরুর আগেই তাঁর বাড়িতে বসলো চাঁদের হাট। টিম ইন্ডিয়াকে ডিনার পার্টির (Gautam Gambhir Dinner Party) জন্য নিজের বাড়িতেই আমন্ত্রণ জানিয়েছিলেন গম্ভীর। সেই মতোই বুধবার একে একে হাজির হয়েছিলেন শুভমন, রাহুলরা। খাবারের আয়োজনও হয়েছিল এলাহী।
গম্ভীরের ডিনার পার্টিতে ছিল 80 ধরনের খাবার!
PTI সূত্রে খবর, গতকাল টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরের নয়া দিল্লির বাড়িতে আয়োজিত টিম ইন্ডিয়া ডিনার পার্টিতে উপস্থিত হয়েছিলেন ভারতীয় টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়ক শুভমন গিল, কে এল রাহুল থেকে শুরু করে টিম ইন্ডিয়ার অন্যান্য সদস্য এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লাও। এদিন টিম ইন্ডিয়ার ছেলেদের একে একে গম্ভীরের বাড়িতে ঢুকতেও দেখা গিয়েছিল।
জানা যায়, ভারতীয় দলের জন্য আয়োজিত ডিনার পার্টিতে অন্তত 60 থেকে 70 রকমের ভিন্ন ভিন্ন খাবারের পদ এবং 10 ধরনের মিষ্টির আয়োজন করা হয়েছিল গম্ভীরের বাড়িতে। এদিন, স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স এমনকি ডেজার্ট এও ছিল এলাহী আয়োজন। বুধবার গম্ভীরের বাড়ি থেকে ডিনার পার্টির যেটুকু যা দৃশ্য ভাইরাল হয়েছে তাতে ভারতীয় দলের ক্রিকেটারদের খোশ মেজাজেই দেখা গিয়েছিল।
জানা যায়, গম্ভীরের বাড়ির ডিনার পার্টিতে 70 ধরনের খাবারের মধ্যে মেন কোর্সে ভারতীয় তন্দুরের সঙ্গে ছিল চাইনিজ এবং কন্টিনেন্টাল ইতালীয় খাবারও। যা খেয়ে নাকি একেবারে বাহ বাহ করেছেন টিম ইন্ডিয়ার সদস্যরা। সব মিলিয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে সর্বসাকুল্যে 80 ধরনের খাওয়ারের সম্ভার নিয়ে আয়োজিত ডিনার পার্টিতে বেশ সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছে টিম ইন্ডিয়া।
অবশ্যই পড়ুন: ৫ কোটি টাকা দাবি করে রিঙ্কু সিংকে হুমকি! গ্রেফতার দুই
উল্লেখ্য, গতকাল ভারতীয় ক্রিকেটারদের বাসে চেপে গৌতম গম্ভীরের বাড়িতে পৌঁছতে দেখা গিয়েছিল। এদিন টিম ইন্ডিয়ার প্রায় সকলেই একেবারে সাদামাটা পোশাকেই উপস্থিত হয়েছিলেন প্রধান কোচের বাসভবনে। প্রকাশ্যে আসা বেশ কয়েকটি ভিডিওতে অধিনায়ক শুভমনকে সাদা শার্ট এবং কালো চশমায় দেখা গিয়েছে। এছাড়াও কে এল রাহুল, প্রসিদ্ধ কৃষ্ণ থেকে শুরু করে অন্যান্য ভারতীয় ক্রিকেটার সহ কোচ রায়ান টেন দুশখাতে এবং মর্নে মর্কেলকেও একেবারে সাধারণ পোশাকে হেড কোচের বাড়িতে ঢুকতে দেখা যায়।