গম্ভীর অতীত, টেস্টে নতুন কোচ পাচ্ছে টিম ইন্ডিয়া? কিংবদন্তি ক্রিকেটারকে দায়িত্ব দেবে BCCI

Published on:

indian test team

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ড সিরিজে চুনকাম হওয়া ভারতকে চলতি বর্ডার গাভাস্কার সিরিজে চেনা ছন্দে দেখা যায়নি। পার্থ টেস্টে জসপ্রীত বুমরাহর নেতৃত্বে জয়ে ফিরলেও দায়িত্ব রোহিত শর্মার কাঁধে আসতেই ফের হোঁচট খেয়েছে টিম ইন্ডিয়া। গত ডিসেম্বরে মেলবোর্ন টেস্টও ভারতের দুর্দিন বাড়িয়েছে অনেকটাই। যার জেরে দলের ক্ষত সারাতে ইতিমধ্যেই স্কোয়াড থেকে ছাঁটাই করা হয়েছে রোহিত শর্মাকে। হিটম্যানকে ছাড়াই চলতি সিডনি টেস্টে সম্মান রক্ষার লড়াই লড়ছে ভারতের ছেলেরা।

WhatsApp Community Join Now

তবে সেখানেও জাতীয় দলের ফর্ম খুব একটা ভাল নয়। আর এই যাবতীয় দুর্ভাগ্যের দায়ভার যাঁর কাঁধে এসে পড়েছে। তিনি ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। ভারতের প্রতিটি ব্যর্থতা গুরু গম্ভীরের কেরিয়ারকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। রোহিত-বিরাটের পাশাপাশি কাঠগড়ায় উঠেছে গৌতমের অবসরের প্রসঙ্গও। এহেন আবহে কানে আসছে চাঞ্চল্যকর খবর। সূত্র বলছে, গম্ভীরের ব্যর্থতাকে সামনে রেখে এবার ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নতুন মুখ খুঁজে ফেলেছে বিসিসিআই।

ইংল্যান্ড সিরিজের আগেই বদলে যাবেন ভারতের কোচ?

ভারতের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোচ হিসেবে দলে গৌতম গম্ভীরের অন্তর্ভুক্তি। হ্যাঁ, ভারতীয় দলের দুর্ভাগ্যের সূত্রপাত হয়েছিল গম্ভীরের কোচিং পর্ব শুরুর পর থেকেই। আসলে, গৌতমের কাঁধে যবে থেকে ভারতের ছেলেদের গতিবিধির নিয়ন্ত্রণ এলো তারপরই শ্রীলঙ্কার কাছে পরাস্ত হলো ভারত। এরপর থেকেই প্রধান কোচের দেখানো পথে হেঁটে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত চুনকাম সিরিজ ভারতের ধ্বংসস্তূপের কফিনে নতুন পেরেক গেঁথে দিয়েছে।

আর এই অপ্রত্যাশিত ঘটনার দায় পুরোটাই গিয়ে পড়েছে রোহিত-গম্ভীরের ওপর। দুই তারকাকে নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। ভক্তদের প্রিয় তালিকা থেকেও বাদ পড়েছেন দুজনেই। তবে রোহিতের অবসর প্রসঙ্গে কোনও স্পষ্ট ইঙ্গিত না পেলেও সিডনি টেস্ট থেকে শর্মার বাদ পড়ার ঘটনা সমর্থকদের বড় আভাস দিয়েছে। এবার সেই পথ ধরেই ধারাবাহিক ব্যর্থতাকে সামনে রেখে ইংল্যান্ড সিরিজের আগেই জাতীয় দলের প্রধান কোচের পদ হারাতে পারেন গৌতম গম্ভীর।

প্রধান কোচের দায়িত্ব পেতে পারেন ভিভিএস লক্ষ্মণ?

গৌতম গম্ভীরের অধীনে দুর্দিন কাটিয়ে উঠতে পারেনি ভারতীয় দল। তাই বিকল্প কোচের খোঁজ চালাচ্ছে BCCI। তবে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কোনও তথ্য প্রকাশ্যে না এলেও বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্র বলছে, রাহুল দ্রাবিড়ের পর ভারতের কোচিং বিভাগের দায়িত্ব কাঁধে উঠতে পারে জাতীয় দলের আরেক কিংবদন্তি তারকা ভিভিএস লক্ষণের কাঁধে। সেক্ষেত্রে ভারত সিডনি টেস্টে ভাল ফল করলেও নতুন করে হয়তো আর সুযোগ পাবেন না ভারতের প্রাক্তন অভিজ্ঞ ক্রিকেটার তথা হেড কোচ গৌতম।

সঙ্গে থাকুন ➥
X