পহেলগাঁও জঙ্গি হামলার পর প্রথম ভারত-পাক ম্যাচ, লড়াই শুরুর আগেই বিরাট বার্তা গম্ভীরের!

Published on:

Gautam Gambhir On India Vs Pakistan Match Asia Cup 2025

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর অবশেষে এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। হাজার প্রতিবাদ, আপত্তি সত্ত্বেও রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াচ্ছে ম্যাচ। যদিও, দেশবাসীর সিংহভাগেরই এই ম্যাচে সে অর্থে আগ্রহ নেই। ম্যাচ হোক এমনটা চাইছেন না বহু কিংবদন্তি ক্রিকেটারও। কিন্তু তাও গড়াবে ভারত-পাক মহারণ। আর তার ঠিক আগেই বড় নির্দেশ দিয়ে দিলেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গাম্ভীর (Gambhir On India Vs Pakistan Match)।

ম্যাচের আগে প্রধান কোচের বড় নির্দেশ

ম্যাচ হবে নাকি হবে না! কিছু ঘন্টা আগেও এমন প্রশ্নই ঘোরাফেরা করছিল সোশ্যাল মিডিয়ায়। নেট নাগরিকদের একটা বড় অংশের দাবি, রবিবারের ম্যাচ হলে, পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত এবং সেনাদের পরিবারের প্রতি অবিচার করা হবে। ফলে, ম্যাচ বাতিল করার দাবি জানাচ্ছিলেন তাঁরা। শুধু তাই নয়, এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ রুখতে সুপ্রিম কোর্টেও দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। কিন্তু কোনও কিছুতেই কাজ হল না।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী, আজ ভারতীয় সময় রাত 8টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াবে হাই ভোল্টেজ ম্যাচ। আর তার আগে দলের ছেলেদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন গৌতম। সীমান্তের অশান্তি যেন রবিবার মাঠে না গড়ায়, তেমন দাবিই করেছিলেন অনেকেই। কেউ কেউ বলেছিলেন, পাকিস্তানের সাথে খেলতে গিয়ে যেন আবেগী হয়ে না পড়ে টিম ইন্ডিয়ার প্লেয়াররা।

এবার সেই সংক্রান্ত চিন্তা ভাবনা নিয়েই মুখ খুললেন প্রধান কোচ। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, রবিবার ম্যাচের আগে টিম ইন্ডিয়ার উদ্দেশ্যে গম্ভীরের স্পষ্ট নির্দেশ ছিল, ক্রিকেটারদের ফোকাস যেন শুধু খেলাতেই থাকে। তাঁরা যেন কোনও ভাবে ম্যাচের মধ্যে আবেগী হয়ে না পড়েন। মনে রাখতে হবে, এটা শুধু একটা ম্যাচ। তাই নিজেদের পারফরমেন্সের দিকে নজর দিয়ে জয় তোলাটাই আমাদের আসল লক্ষ্য।

অবশ্যই পড়ুন: ৩৫,০০০ গোর্খা জাওয়ান, ৩৫ লাখ কর্মী! ভারতের জন্য কেন এত গুরুত্বপূর্ণ নেপাল?

ভারত বনাম পাক ম্যাচ প্রসঙ্গে টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছেন, প্রধান কোচের নির্দেশ, কোনও ক্রিকেটার যেন বাড়তি আবেগ প্রকাশ না করেন। তাঁর সংযোজন, এই ম্যাচটা হবে কিনা তাই জানতাম না। শেষ পর্যন্ত দুবাই এসে আমাদের খেলতে হবে এটা জানার পর প্রস্তুতি শুরু করি। যদিও এই ম্যাচের জন্য আমাদের আলাদাভাবে কোনও প্রস্তুতি নেই। ভারত-পাক ম্যাচ ঘিরে বাড়তি আবেগ থাকবেই। তবে কোচ স্পষ্ট বলেছেন, প্লেয়ারদের ফোকাস যেন শুধুই খেলাতে থাকে। মাঠে যেন কোনও আবেগের ছবি ধরা না পড়ে।

এদিন সবশেষে টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ জানিয়েছিলেন, অনেকেই বলছেন খেলার মাঠকে রাজনীতি থেকে আলাদা রাখতে। আমি বলি, আমরা সবার দাবিকেই সমর্থন জানাই। আশা করছি, আমাদের খেলাটাই বলে দেবে দলের প্রতি ক্রিকেটাররা কতটা দায়বদ্ধ। এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের। তাদের কথাতেই আমরা খেলতে নামছি। আর বাকি পাঁচটা ম্যাচের মতোই এই ম্যাচেও জিততে হবে এটাই প্রধান লক্ষ্য।

সঙ্গে থাকুন ➥