গম্ভীরের এই কথাতেই হল কাজ? ফাঁস হর্ষিত রানার সাফল্যের রহস্য

Published:

Gautam Gambhir To Harshit Rana he warned rana before Sydney match
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সিডনির মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একতরফা জিতেছে ভারত। শনিবার, টিম ইন্ডিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মূলত তিনজন। তাঁরা হলেন, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং পেসার হর্ষিত রানা। এই তিন তারকার জোরেই, গতকাল অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ছেড়েছে ভারত। তবে শেষ ওয়ানডের পর প্রকাশ্যে আসছে একটি বড় তথ্য। শোনা যাচ্ছে, শনিবারের ম্যাচের আগে রানাকে নাকি সতর্ক করেছিলেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir To Harshit Rana)। সূত্রের খবর, তাঁকে নাকি এও বলা হয়েছিল, ভাল পারফর্ম করতে না পারলে বসিয়ে দেওয়া হবে.. আর তারপরই জেদ থেকে 4 উইকেট তোলেন KKR পেসার!

চাপ নিয়েই খেলেছিলেন হর্ষিত রানা

বিগত দিনগুলিতে জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে রানাকে যেভাবে ট্রোল করা হয়েছে, তার সাক্ষী ক্রিকেট মহলের প্রায় সকলেই। মূলত গৌতম গম্ভীরের প্রিয় পাত্র বলে বারবার সুযোগ পাচ্ছেন, এমন কটুক্তিও উঠে এসেছিল নেট দুনিয়ায়। অনেকেই বলেছিলেন, ‘যোগ্যতা নেই, শুধু গম্ভীরের পছন্দের লোক হিসেবেই ভারতীয় দলে খেলছেন রানা।’ এসবের মাঝে পড়ে একপ্রকার দুশ্চিন্তা নিয়েই দিন কাটাচ্ছিলেন রানা।

রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর পরই নাকি প্রধান কোচ গৌতম গম্ভীরের তরফে রানাকে সতর্ক করে বলা হয়, ‘যদি ভাল পারফর্ম করতে না পারো তবে, বাদ পড়বে!’ এমন সতর্কীকরণের পরই হন্যে হয়ে উইকেট খুঁজছিলেন ভারতীয় পেসার। তবে শেষ পর্যন্ত তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে 39 রান দিয়ে 4 উইকেট ভেঙেছেন রানা। এও শোনা যাচ্ছে, সম্প্রতি নিজের ছেলেবেলার কোচ শারভানের সাথে ফোনালাপে নাকি রানা স্বীকার করে নিয়েছেন, তিনি যথেষ্ট চাপের মধ্যেই ছিলেন।

অবশ্যই পড়ুন: খারিজ হাইকোর্টের রায়, SC-ST আইন নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের!

প্রসঙ্গত, গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয়টা একেবারে উৎসবের মতো করেই উদযাপন করেছেন দেশবাসী। বিশেষত রোহিত এবং বিরাটকে একসাথে লড়াই করে জয় ছিনিয়ে নিতে দেখার সেই প্রাপ্তি যেন সিরিজ না জেতার দুঃখকেও ছাপিয়ে গিয়েছে। অনেকেই বলছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিংহের মতো দাপট দেখিয়েছে রোহিত এবং বিরাট।’ কেউ কেউ আবার এও বলেছে, ‘এই পার্টনারশিপটা যদি সিরিজের প্রথম দুই ওয়ানডেতে থাকতো তাহলে আজ গোটা সিরিজটাই আমাদের হতো।’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join