অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পূজারাকে টিমে চেয়েছিলেন গম্ভীর, নাকচ করে BCCI, ফাঁস বিস্ফোরক তথ্য

Published on:

cheteshwar pujara gautam gambhir

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দেখানো পথে হেঁটে মেলবোর্ন টেস্টে যেভাবে মুখ থুবড়ে পড়েছে ভারত, তাতে BCCI-র লাল চোখ গম্ভীরকে দেখতে হবে এ কথা বলার অপেক্ষা রাখে না। আর আগেও দলের দুর্ভাগ্যের জালে বারংবার জড়িয়েছে গৌতমের কেরিয়ার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিরাট-রোহিতের পাশাপাশি দলের কঠিন অবস্থার জন্য আঙুল উঁচিয়ে গম্ভীরকে দায়ী করছেন ভারতীয় সমর্থকরা। এহেন আবহে গুরু গম্ভীরকে নিয়ে উঠে এলো নয়া তথ্য। জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দুর্বল স্কোয়াডে চেতেশ্বর পূজারাকে ভেড়াতে মরিয়া হয়ে ওঠেন কোচ গৌতম!

গম্ভীর প্রসঙ্গে উঠে এল বিস্ফোরক তথ্য!

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের করুণ অবস্থা দলের ড্রেসিংরুমে অশান্তির জন্ম দিয়েছে। স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রে গম্ভীরের সিদ্ধান্ত নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। সূত্র বলছে, অজিদের বিরুদ্ধে পার্থ টেস্টে বহুবার পূজারকে দলে নেওয়ার আবেদন জানিয়েছিলেন গম্ভীর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে ভারতের নির্বাচন কমিটি তথা দলের প্রধান নির্বাচক অজিত আগরকার কোচের সেই সিদ্ধান্তে একফোঁটও মদদ দেননি। দলকে বাঁচাতে নয়া প্রস্তাব নির্বাচন কমিটির কাছে প্রত্যাখিত হওয়ায় নাকি ভেঙে পড়েছিলেন গম্ভীর। জানা যায়, পার্থে জয়ের পরই পূজারাকে দলে নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছিলেন গম্ভীর। তবে কাজে আসেনি সেই আমরণ চেষ্টা।

গম্ভীরের সাথে মতবিরোধ

অস্ট্রেলিয়ায় টেস্ট সফরের আগে কামিন্সদের বিরুদ্ধে ভারতের একাদশ ঘোষণা নিয়েও যথেষ্ট ভোগান্তি পোহাতে হয়েছে গম্ভীরকে। জানা যায়, বর্ডার গাভাস্কার টেস্টের প্রথম একাদশ ঘোষণার সময় গম্ভীরের সাথে দ্বিমত ছিল জাতীয় দলের নির্বাচন কমিটি। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গম্ভীরের প্রথম একাদশ নাকি পছন্দ হয়নি রোহিতেরও। ফলত ভারতের প্রধান কোচ হয়েও সিদ্ধান্ত জানানোর পরই তার বিরোধিতা একেবারেই মেনে নিতে পারেনি, গৌতমের গম্ভীর মন।

পূজারাকে নিয়ে আত্মবিশ্বাসী গম্ভীর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার টেস্টের শুভারম্ভ পূজারার হাত ধরে করতে চেয়েছিলেন ভারতের প্রধান কোচ। তবে সেই আশায় বারংবার জল ঢেলেছে নির্বাচক কমিটি। অস্ট্রেলিয়া টেস্টে পূজারাকে অন্তর্ভুক্তির অনুরোধ একেবারেই ধোপে টেকেনই আগরকারদের কাছে। কিন্তু কেন পূজারাকে দলে ভেড়াতে চান গম্ভীর? এমন প্রশ্ন উঠে আসাটা একেবারেই অস্বাভাবিক নয়। সিংহভাগই মনে করছেন, ভারতীয় তারকার দুর্দান্ত পারফরমেন্স ও গোছানো ক্রিকেট দেখেই তাঁকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভরসার কাঁধ ভেবেছিলেন গম্ভীর।

কেননা, 43.60 গড়ে 103 টেস্ট ম্যাচ খেলা পূজারা বহুবার ভারতের ভরসার জায়গা হয়ে উঠেছেন। অজিদের বিরুদ্ধে ভারতের আগের দুই সিরিজে দুর্দান্ত ছন্দে ছিলেন পূজার। যাকে পাথেও করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় হাঁকাতে খুব একটা সমস্যা হয়নি ভারতের। তবে 2023 সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর থেকে তাঁর প্রতিনিধিত্বে ভাটা পড়েছে। জানা যায়, অস্ট্রেলিয়া যখন প্রথম টেস্টে ভারতের কাছে পরাজিত ঠিক সেই মুহূর্তে, পূজারার ভারতীয় দলে না থাকাটা যথেষ্ট স্বস্তিদায়ক ছিল অজি বোলার জোশ হ্যাজেলউডের কাছে। আর হয়তো সেই কারণেই কামিন্স বাহিনীকে ফাঁপরে ফেলতে গম্ভীরের গলায় বারংবার উঠে এসেছে পূজারার নাম।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group