বিক্রম ব্যানার্জী, কলকাতা: চেষ্টা করেও গত মরসুমে ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি ইস্টবেঙ্গল (East Bengal)। ইন্ডিয়ান সুপার লিগে অসফলতার পরিধি বাড়ানোর পর AFC চ্যালেঞ্জ লিগ ও কলিঙ্গ সুপার কাপে একেবারে অন্ধকারে মুখ থুবড়ে পড়েছে মশাল ব্রিগেড।
এমতাবস্থায়, পুরনো ভুল ত্রুটি শুধরে নতুন মেজাজে ফিরতে চাইছেন কোচ অস্কার। সেই মতো স্প্যানিশ মহারথীর পরামর্শে চলছে বিদেশি নিয়োগের কাজ। এহেন আবহে দলের দুর্দশা দেখে মনের ওজন বেড়েছে এক ইস্টবেঙ্গল প্রাক্তনীর। ইতিমধ্যেই নাকি ক্লাবকে সাহায্য করতে এগিয়ে এসেছেন তিনি।
ইস্টবেঙ্গলকে সাহায্য করতে চান পুরনো সৈনিক
কোচ অস্কারের পরামর্শে ধীরে ধীরে নতুন বিদেশি সই করিয়ে শক্তি বাড়াচ্ছে লাল হলুদ। এমতাবস্থায়, প্রতিবেশী মোহনবাগানের জোড়া সাফল্যের মাঝে ইস্টবেঙ্গলের ব্যর্থতা যেন ভুলতেই পারছেন না দলের পুরনো সঙ্গীরা। এবার সেই তালিকায় নাম উঠেছে লাল হলুদ প্রাক্তনী সুলে মুসার।
গত রবিবার এক ভিডিও বার্তায় লাল হলুদের প্রাক্তন ফুটবলার তথা ঘানার এই ডিফেন্ডার জানান, বিগত কয়েক বছরে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি ইস্টবেঙ্গল। যেই ঘটনা একজন লাল হলুদ প্রাক্তনী হিসেবে আমার কাছে সত্যিই যন্ত্রণার। দীর্ঘদিন ধরে দেশের সর্বোচ্চ লিগে কোনও সাফল্য নেই লাল হলুদের। এদিন সুলে আরও বলেন, ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলের অসফলতার অন্যতম কারণ দলে দক্ষ বিদেশির অভাব।
অবশ্যই পড়ুন: কাশ্মীরের সোপিয়ানে জঙ্গিদের সাথে গুলির লড়াই সেনার! আটক ৩ সন্ত্রাসী
এরপরই লাল হলুদ প্রাক্তনী বলেন, ম্যানেজমেন্ট যদি চায়, সে ক্ষেত্রে আমি ঘানা অথবা আফ্রিকা থেকে ভাল ফুটবলার তুলে আনতে ক্লাবকে সাহায্য করতে পারি। ঠিক যেভাবে স্বপনদা আমাকে খুঁজে এনেছিলেন। এদিন মশাল ব্রিগেড প্রাক্তনীর শেষ সংযোজন ছিল, ইস্টবেঙ্গল আবারও ভারতীয় ফুটবলে স্বমহিমায় ফিরুক। এটাই আমার কামনা। তার জন্য ইস্টবেঙ্গলের হয়ে যা করতে হয় আমি করব।