ইংল্যান্ড সিরিজে দাপুটে পারফরমেন্স! এশিয়া কাপে সুযোগ পেতে পারেন এই দুই ভারতীয় তরুণ

Published on:

Gill And Jaiswal may get chance to join Asia Cup 2025 Indian Squad

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের পর টেস্ট ক্রিকেটে ভারতীয় দলকে নতুন দিন দেখিয়েছেন তরুণ শুভমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া সিরিজে স্বপ্নের ফর্মে ছিলেন ভারতীয় তারকা। তবে শুধু শুভমন একাই নন।

ওপেনার হিসেবে ইংরেজদের মাটিতে জাত চিনিয়েছেন টিম ইন্ডিয়ার আরেক তরুণ প্রতিভা যশস্বী জয়সওয়ালও। এবার সেই পরিশ্রমের ফল পাবেন দুজনেই। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, আসন্ন এশিয়া কাপের মঞ্চে অর্থাৎ 20 ওভারের ফরম্যাটে দেখা মিলতে পারে এই দুই ভারতীয় ক্রিকেটারের। হ্যাঁ, পারফরমেন্সের নিরিখে দুই দাপুটে ব্যাটসম্যানকে এশিয়া কাপে বড় দায়িত্ব দিতে পারে বোর্ড!

দুই তারকা কি সত্যিই এশিয়া কাপে সুযোগ পাবেন?

রিপোর্ট অনুযায়ী, এশিয়া কাপ শেষ হওয়ার পরই রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেই আসরের জন্য একেবারে তৈরি হয়েই ঝাঁপিয়ে পড়তে হবে শুভমন গিলের নতুন ভারতকে। কিন্তু তার আগে এশিয়া কাপের মঞ্চে খেল দেখাতে হবে টিম ইন্ডিয়ার শক্তিমানদের। সূত্র বলছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে গিল, যশস্বীদের ফর্ম ঝালিয়ে নিতেই তাঁদের টি টোয়েন্টি ফরম্যাটে নামাবে বোর্ড।

কিন্তু সে ক্ষেত্রে সমস্যা হবে, ইংল্যান্ড সিরিজের পর সেভাবে বিশ্রাম পাবেন না শুভমনরা। যদিও ইতিমধ্যেই বোর্ডের একটি সূত্র দাবি করেছে, ইংল্যান্ড সিরিজের পর আপাতত পাঁচ সপ্তাহের জন্য বিশ্রামে থাকবে ভারতীয় টেস্ট দলের ছেলেরা। তবে সেসবের মাঝেও যদি শুভমনরা এশিয়া কাপে খেলেন সেক্ষেত্রে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মাদের কী হবে তা নিয়েও প্রশ্ন উঠছে। সূত্র বলছে, ভারতীয় টেস্ট দল থেকে এশিয়া কাপে জায়গা পেতে পারেন সাই সুদর্শনও। তবে এশিয়া কাপে নির্বাচনের ক্ষেত্রে বাছাইয়ের সময় যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে নির্বাচকদের!

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে বলে ভেসলিন লাগিয়ে জিতেছে ভারত! পাকিস্তান থেকে বিস্ফোরক অভিযোগ

কবে নাগাদ এশিয়া কাপের দল ঘোষণা করবে ভারত?

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ, চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। এই আসরে ভারতের প্রথম ম্যাচ রয়েছে 10 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। এরপর আগামী 14 সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার কথা ভারতীয় দলের। কিন্তু শেষ পর্যন্ত পাক ক্রিকেটারদের বিরুদ্ধে আদৌ টিম ইন্ডিয়ার ম্যাচ হবে কিনা তার উত্তর দেবে সময়। বলা বাহুল্য, চলতি মাসের তৃতীয় সপ্তাহে এশিয়া কাপের ভারতীয় দল ঘোষণা করার কথা রয়েছে বোর্ডের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥