বিক্রম ব্যানার্জী, কলকাতা: শীঘ্রই দেশের মাটিতে পা রাখবেন লিওনেল মেসি। তা নিয়েই উন্মাদনা তুঙ্গে ভারতীয় ফুটবল ভক্তদের। আর হবে নাই বা কেন, দীর্ঘ 14 বছর পার করে সেই চেনা দেশ ভারতে আসছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার মেসির ভারত সফরের নাম রাখা হয়েছে ‘GOAT India Tour 2025…’ ইতিমধ্যেই ভারতে আসার খবর নিশ্চিত করেছেন লিও। কিন্তু তাঁকে দেখার জন্য কত খরচ হবে, টিকিট বিক্রিই বা কবে থেকে শুরু? উত্তর দিলেন, কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত।
মেসিকে দেখতে কত খরচ হবে?
GOAT India Tour এর প্রথম দিন অর্থাৎ 13 ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের শুভেচ্ছা অনুষ্ঠানের মাধ্যমেই শুরু হবে মেসির ভারত সফরের যাত্রা। এরপর শ্রীভূমিতে নিজের 70 ফুট উঁচু মূর্তি উদ্বোধনের কথা রয়েছে তাঁর। এছাড়াও 14 ডিসেম্বর মুম্বই এবং 15 ডিসেম্বর অর্থাৎ শেষ দিন দিল্লি সফর করবেন লিও। আর সেই উন্মাদনার মধ্যেই এবার টিকিট বিক্রির কথা ঘোষণা করলেন বঙ্গ ক্রীড়া সংগঠক শতদ্রু।
মঙ্গলবার নিজের ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করে শতদ্রু দত্ত জানালেন, আগামী 9 অক্টোবর দুপুর দুটো থেকে মেসির GOAT India Tour এর টিকিট বিক্রি শুরু হয়ে যাবে। টিকিটের দাম শুরু হচ্ছে 3250 প্লাস GST থেকে। এছাড়াও ওই পোস্টে জানানো হয়েছে, একজন ব্যক্তি চাইলে একটি টিকিট কেটেও মেসিকে দর্শন করতে পারেন। পাশাপাশি একসাথে সর্বোচ্চ 4টি টিকিট বুক করতে পারবেন সম্ভাব্য দর্শকরা।
কোথা থেকে কাটা যাবে টিকিট?
প্রথমেই বলে রাখি, আগামী 8 অক্টোবর দুপুর 12টা থেকে HSBC কার্ড হোল্ডারদের জন্য মেসিকে দেখার প্রি টিকিট সেল শুরু হচ্ছে। এছাড়াও সাধারণ ভক্তদের জন্য টিকিট বিক্রি শুরু হচ্ছে 9 অক্টোবর দুপুর 2 টো থেকে। এই টিকিট পাওয়া যাবে District অ্যাপে। হ্যাঁ, সম্পূর্ণ অনলাইন মাধ্যমেই বুক করতে হবে GOAT India Tour এর টিকিট।
অবশ্যই পড়ুন: দীপাবলীতে আর ফেরা হল না বাড়ি! ভিড় ট্রেনে শ্বাসরোধ হয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের
উল্লেখ্য, মেসিকে দেখতে সাধারণ টিকিটের দাম শুরু হচ্ছে 3250 প্লাস GST অর্থাৎ 3500 টাকা থেকে। অন্যদিকে দিল্লিতে টিকিটের স্টার্টিং প্রাইস 7000 এবং মুম্বইতে 8000 টাকা থেকে টিকিটের দাম শুরু হচ্ছে। VIP প্যাকেজের ক্ষেত্রে 50,000 টাকা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। বিশেষজ্ঞরা বলছেন, মেসিকে দেখার জন্য টিকিট বুক করতে হলে আগেভাগে Zomato-র District অ্যাপ ডাউনলোড করে তাতে লগইন করে রাখুন। কারণ, 9 অক্টোবর থেকে টিকিটের সেল শুরু হলে সার্ভার ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকছে।