বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে খেলবেন মোহনবাগানের ম্যাজিশিয়ন! তবে বাগানের হয়ে নয়! শোনা যাচ্ছে অন্য এক ISL দলের তরফে মোটা অঙ্কের প্রস্তাব পেয়েছেন তিনি। আপাতত যা খবর, বাগানের (Mohun Bagan SG) প্রতিদ্বন্দ্বী সেই দলের প্রস্তাব মাথায় রেখেই নাকি আসন্ন মরসুমে ইন্ডিয়ান সুপার লিগের ময়দানে নামতে পারেন ওই বিদেশি ফুটবলার। সূত্র জানাচ্ছে, বাগানের হয়ে খেলা এই ফুটবলারের সাথে ইতিমধ্যেই নাকি কয়েক দফা কথা হয়ে গিয়েছে সেই দলের।
দলবদলের বাজারে বড় প্রস্তাব পেলেন স্টুয়ার্ট
মোহনবাগানে খেলবেন কিনা তা নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক সেই আবহে সবুজ মেরুনের স্কটিশ ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট জানিয়েছিলেন, স্কটল্যান্ড অথবা ইংল্যান্ডের কোনও ক্লাবের হয়ে খেলার ইচ্ছে রয়েছে তাঁর। তবে শেষ পর্যন্ত যদি সেই আশা পূরণ না হয়, সে ক্ষেত্রে ভারতে খেলবেন স্টুয়ার্ট। তবে এ দেশে খেললে শুধুই মোহনবাগানের জার্সিতে দেখা যাবে তাঁকে। গ্রেগের এমন প্রতিশ্রুতির পর এবার শোনা যাচ্ছে ভিন্ন খবর।
সূত্র বলছে, মোহনবাগানের হয়ে প্রতিপক্ষকে গোলের মালা পরানো এই ফুটবলার এবার অন্য দলে যেতে পারেন। হ্যাঁ! খোঁজ নিয়ে জানা গেল, বাগান শিবিরের সাথে হয়তো সম্পর্ক দীর্ঘায়িত করবেন না এই ফুটবলার। বদলে ভারতের এক শক্তিশালী দলের হয়ে ইন্ডিয়ান সুপার লিগের মাঠ কাঁপাতে পারেন সবুজ মেরুন জার্সিতে একাধিক দৃষ্টান্ত সৃষ্টিকারী গ্রেগ।
অবশ্যই পড়ুন: আয়ের নিরিখে কোহলিদের কাছে নস্যি বাবররা! IPL-কে কি টেক্কা দিতে পারল PSL
কোন দলের প্রস্তাব পেয়েছেন স্টুয়ার্ট?
শোনা যাচ্ছে, ইন্ডিয়ান সুপার লিগের একটি শক্তিশালী দল নাকি স্টুয়ার্টকে শিবিরে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। সূত্রের খবর, প্রস্তাবের সাথে সাথেই মোটা অঙ্কের প্রলোভনও দেখেছেন ওই বিদেশি! তবে ঠিক কোন দলের পক্ষ থেকে স্টুয়ার্টকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে তা এখনও প্রকাশ্যে আসেন। তবে অনেকেই মনে করছেন, খুব সম্ভবত চেন্নাইয়িন এফসির তরফে এই বাগান ফুটবলারকে শিবিরে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
কেননা, ইতিপূর্বে আওয়েন কোয়েলের অধীনে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এই স্কটিশ ফুটবলার। তাছাড়াও প্রায়শই কোয়েলকে স্টুয়ার্টের প্রশংসায় সরব হতে দেখা গিয়েছে। কাজেই আসন্ন মরসুমের আগে গ্রেগ যে বাগানে খেলবেন না সেই চিত্রটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। তবে শেষ পর্যন্ত তিনি কোথায় যান, তা জানতে অপেক্ষাই এখন একমাত্র বিকল্প।