গুটিয়ে গেল সব ঔদ্ধত্য! ভারতকে হারাতে না পেরে লন্ডনে ফিরে যাচ্ছেন হামজা

Published on:

Hamza Choudhury Is Returning To London

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হম্বিতম্বিই সার? ভারতের বিরুদ্ধে চেয়েও জিততে পারেনি বাংলাদেশ। গোলশূন্য থেকেছে AFC এশিয়ান কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচ। তবে গোল না এলেও ভারতের বিপক্ষে রুখে দাঁড়িয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভুত তথা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী (Hamza Choudhury)।

তবে শেষ পর্যন্ত জিততে পারেনি দল, গোলশূন্য ড্র নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন খেলোয়াড়। জানিয়েছিলেন, প্রথমদিকে আমরা ভালই খেলছিলাম। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছি। পজিটিভ ভাইভ বজায় রাখতে হবে। মঙ্গলবার ম্যাচ শেষে দলের বাকিদের ভরসা জুগিয়েছিলেন হামাজা। এবার ফিরে গেলেন লন্ডনে।

ভারতকে হারাতে না পেরেই কি লন্ডনে ফিরে গেলেন হামজা ?

ওপার বাংলার বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার বিকেল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হামজারা। ভারতের বিরুদ্ধে জায়গা না হওয়ায় যথেষ্ট আপসোস ছিল দলের সকলেরই। সূত্রের খবর, এদিন বিমানবন্দরে পরিবারের সাথে দেখা করেই ঢাকায় চলে আসেন হামজা।

শোনা যাচ্ছে, বৃহস্পতিবার থেকেই জাতীয় দলের সকলকেই ছুটি দিয়েছে বাংলাদেশ ফুটবল। তাই সকাল সকাল লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতেই বিমানবন্দরে হাজির হন শেফিল্ডের হয়ে খেলা মিডফিল্ডার হামজা।

কবে ফিরবেন তারকা?

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, হামজা ছাড়াও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বাকিদের বৃহস্পতিবার থেকে ছুটি দিয়েছে ওপার বাংলার ফুটবল ফেডারেশন। দেশের হয়ে ঘরোয়া ফুটবল আবারও শুরু হবে 11 এপ্রিল থেকে। তাই ঈদ উপলক্ষে ছুটি কাটিয়ে ফের ঢাকায় ফিরবেন ফুটবলাররা। তবে হামজার ফিরতে ফিরতে খুব সম্ভবত জুন মাস পড়ে যাবে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ কবে?

এশিয়ান কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। আপাতত ছুটি। এরপর আবার 10 জুন এশিয়ান কাপের বাছাই ম্যাচে নামবে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে এই হাইভোল্টেজ ম্যাচ ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করার আবেদন জানিয়েছিল বাফুফে।

অবশ্যই পড়ুন: পাকিস্তানি সেনায় চরম বিক্ষোভ! আর্মি চীফ ইস্তফা না দিলে ভয়ঙ্কর পরিস্থিতি করার হুঁশিয়ারি

তবে স্টেডিয়ামে সংস্কারের কাজ চলায় আপাতত সেই আবেদন মঞ্জুর হবে না বলেই খবর। সিঙ্গাপুরের পর আগামী 18 অক্টোবর ফের ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ভারতীয় দলের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥