বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম মরসুমেই ভারতীয় কিংবদন্তি হরভজন সিংয়ের জীবনে ঘটেছিল এক মনে রাখার মতো ঘটনা। না, আনন্দের কিছু নয় বরং দুঃখেরই বটে।
আসলে IPL-এর প্রথম সিজনে ম্যাচ শেষের পর হঠাৎ কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিকেটার শ্রীসন্থকে ঠাটিয়ে চড় মেরেছিলেন হরভজন। যেই দৃশ্য ফুটে উঠেছিল টেলিভিশন ক্যামেরাতেও। ঘরে বসেই টিভির পর্দায় সেই দৃশ্য চাক্ষুষ করেছিলেন বহু ভক্ত। দীর্ঘ 17 বছর পর এবার সেই পুরনো স্মৃতি নিয়েই নিজের কাছে নিজেই ক্ষমা চাইলেন ভাজ্জি।
নিজের ভুল স্বীকার করলেন হরভজন
সম্প্রতি ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলের এক অনুষ্ঠানে হরভজন সিং-কে জিজ্ঞেস করা হয়, তিনি জীবন থেকে কোন ঘটনা পুরোপুরি মুছে ফেলতে চান?
আর এমন প্রশ্ন শুনেই ভারতীয় কিংবদন্তি স্পষ্ট জানান, আমার জীবনে এমন একটা ঘটনা রয়েছে যা আমি বদলে দিতে চাই। আর সেটা হল শ্রীসন্থকে চড় মারার ওই ঘটনাটি।
এরপরই, ভাজ্জি বলে ওঠেন, এই ঘটনাটাই আমি আমার কেরিয়ার থেকে ধুয়ে মুছে সাফ করে দিতে চাই! সেদিন যেটা ঘটেছিল সেটা ভুল ছিল। আমি এর জন্য অন্তত 200 বার ক্ষমা চেয়েছি। এতগুলো বছর কাটিয়ে আসার পরও ওই ঘটনা আমাকে বারবার নাড়িয়ে দেয়! আমি যখনই সুযোগ পাই, বিষয়টা নিয়ে ক্ষমা চাই। এদিন অশ্বিনের শোতে হরভজন সিং আরও বলেন, সেদিন ওটা ভুলই ছিল। ভুল কিন্তু মানুষ মাত্রই হয়।
তবে ও আমার সতীর্থ। সেদিন যদিও দুজন প্রতিপক্ষ ছিলাম। তবে আমি মনে করি সেদিন যেটা হয়েছে সেই পর্যায়ে যাওয়াটা ঠিক হয়নি। ভুল করেছি! দোষটা আমারই ছিল। তাই আবারও বলি ওই ঘটনার জন্য আমি সত্যিই দুঃখিত! ক্ষমাপ্রার্থী! এদিন এসব কথা বলতে বলতেই মনের মধ্যে যেন উথাল পাথাল অনুভব করছিলেন ভারতীয় কিংবদন্তি।
পুরনো ঘটনা কীভাবে মনের ওপর প্রভাব বিস্তার করে তা বোঝাতেই ভাজ্জি বলেছিলেন, একবার শ্রীসন্থের মেয়ে নাকি তাঁকে বলেছিল, তোমার সঙ্গে আমার কোনও কথা নেই। তুমি আমার বাবাকে মেরেছ। একথা বলার পরেই ভাজ্জি বলে বসেন, সেদিন ওইটুকু মেয়ের মুখে এ কথা শুনে আমার প্রচন্ড খারাপ লেগেছিল। প্রায় কেদেই ফেলেছিলাম। ভাবছিলাম, আমি এইটুকু শিশুর মনে কী ছাপ রেখে যাচ্ছি! প্রচন্ড কষ্ট হচ্ছিল!
অবশ্যই পড়ুন: সবচেয়ে বেশি ইউরেনিয়াম থাকা সত্ত্বেও পারমাণবিক অস্ত্রশস্ত্র থেকে বহুদূরে এই দেশ! কারণ কী?
উল্লেখ্য, ঘটনাটি ঘটেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম মরসুমে। সেবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নেমেছিলেন হরভজন সিং। ওই মরসুমেরই মুম্বই ইন্ডিয়ান্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচে পরাস্ত হয় MI। আর এরপরই ঘটে দুর্ঘটনা। ম্যাচ শেষে আচমকা শ্রীসন্থের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন হরভজন। ঠাটিয়ে চড়ও কষান তিনি! ভারতের নামজাদা ক্রিকেটারের এমন কীর্তি দেখে অনেকেই বলেছিলেন, পরাজয় সহ্য না করতে পেরেই শ্রীসন্থের গায়ে হাত তুললেন ভাজ্জি! এই এক কারণে ট্রোলও কম হননি তিনি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |