বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 মরসুমে রেকর্ডের ছড়াছড়ি। মোমেন্টামের মহারণে দুর্ধর্ষ ক্রিকেট দেখিয়ে নজরে আসছেন বহু তরুণ। পিছিয়ে নেই পুরনো অভিজ্ঞরাও। শুক্রবার লখনউয়ের বিরুদ্ধে হারের ম্যাচে(MI Vs LSG) বল হাতে তান্ডব দেখিয়েছিলেন ভারতীয় তারকা হার্দিক পান্ডিয়া।
বলে বলে, LSG ব্যাটারদের উইকেট তোলেন তিনি। আর সেই মুহূর্তযুদ্ধের হিসেবেই বিরাট রেকর্ড গড়েছেন পান্ডিয়া। একক নয়, একেবারে জোড়া রেকর্ড গড়ে চমকে দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার।
অধিনায়ক হিসেবে ইতিহাস গড়লেন হার্দিক!
গতকাল ঋষভ পন্থদের বিপক্ষে দুর্ধর্ষ বোলিং করে একাই 5 উইকেট তুলেছিলেন ভারতীয় তারকা হার্দিক পান্ডিয়া। এইডেন মার্করাম থেকে নিকোলাস পুরান, ঋষভ পন্থ, ডেভিড মিলার ও আকাশদীপ, 5 ব্যাটারের উইকেট তুলে লখনউয়ের আত্মবিশ্বাস একেবারে গুঁড়িয়ে দিয়েছিলেন হার্দিক। আর এই পারফরমেন্সের জোরেই বিরাট রেকর্ডে থাবা বসিয়েছেন পান্ডিয়া।
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, অধিনায়ক হিসেবে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হয়ে উঠেছেন হার্দিক। যেই রেকর্ডটি এতদিন ভারতের কিংবদন্তি বোলার অনিল কুম্বলের দখলে ছিল। বলে রাখি 2009 সালে, মাত্র 16 রান দিয়ে এক ম্যাচে 4 উইকেট ভেঙেছিলেন কুম্বলে। তবে সেই রেকর্ড আপাতত দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে। 5 উইকেট উপড়ে শীর্ষে রয়েছেন পান্ডিয়া।
অশ্বিনের রেকর্ডও ভাঙলেন পান্ডিয়া
অধিনায়ক হিসেবে এক ম্যাচে সর্বাধিক উইকেট শিকারের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইতিহাসে অধিনায়কের আসনে বসে সর্বাধিক উইকেট শিকারী বোলারদের তালিকাতেও দ্বিতীয় স্থানে উঠে এসেছেন পান্ডিয়া। বলা বাহুল্য, গতকাল হার্দিকের 5 উইকেটের পারফরমেন্স ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিনকেও মাত দিয়েছে।
অবশ্যই পড়ুন: খেলবেন আপুইয়া, মনবীর? মোহনবাগান Vs জামশেদপুরের দ্বিতীয় সেমি কবে?
রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে 36 ম্যাচে 30 উইকেট তুলেছেন হার্দিক। হিসেবটা অশ্বিনের ক্ষেত্রে 28 ম্যাচে মাত্র 25 উইকেট। ফলত, অধিনায়ক হিসেবে উইকেট শিকারির তালিকায় বর্তমানে 4 নম্বরে জায়গা হয়েছে অশ্বিনের। উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে অধিনায়ক হিসেবে সর্বাধিক উইকেট দখলের রেকর্ড এখনও শেন ওয়ার্নের দখলে। উইকেটের সংখ্যাটা 57।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |