হঠাৎ একে অপরকে আনফলো করলেন হার্দিক এবং জ্যাসমিন, ফের সম্পর্ক ভাঙল পান্ডিয়ার?

Published:

Hardik Pandya and Jasmine unfollow each other on Instagram
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রাক্তন স্ত্রী নাতাশা স্টানকোভিচের সাথে বিবাহ বিচ্ছেদের পর দীর্ঘদিন প্রেম বিরহ থেকে কয়েক শো মাইল দূরে ছিলেন ভারতীয় তারকা হার্দিক পান্ডিয়া। তবে সাম্প্রতিককালে, জল্পনা বেড়েছিল হার্দিকের নতুন প্রেম কাহিনী নিয়ে। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়ায়, জনপ্রিয় ব্রিটিশ গায়িকা জ্যাসমিন ওয়ালিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক বেঁধেছেন পান্ডিয়া!

বেশ কয়েকবার IPL চলাকালীন ইংলিশ তারকাকে হার্দিকের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে! তাছাড়াও সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফলো করার বিষয়টা তো রয়েছেই। মূলত সব মিলিয়েই পান্ডিয়ার সাথে জ্যাসমিনকে জড়িয়ে দুয়ে দুয়ে চার করতে শুরু করেছিলেন নেট নাগরিকরা।

আর ঠিক সেই আবহেই হঠাৎ একে অপরকে আনফলো করে দিলেন হার্দিক পান্ডিয়া ও জ্যাসমিন ওয়ালিয়া। কিন্তু কেন? হঠাৎ কী হল দুজনের? তাহলে কি সরাসরি ব্রেকআপ? প্রশ্ন তুলছেন নেট মহলের বাসিন্দারাই।

হঠাৎ কেন একে অপরকে আনফলো করলেন দুজন?

নেট নাগরিকরা সবেমাত্র হার্দিক পান্ডিয়ার সাথে জ্যাসমিনের নাম জড়িয়ে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, আর ঠিক সেই সময়েই একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করলেন হার্দিক ও জ্যাসমিন। যদিও এ বিষয়টিকে বিচ্ছেদ হিসেবেই দেখছেন নেট মহলের একাংশ। তবে শত গুঞ্জন সত্বেও কোনও দিনই একে অপরের মধ্যেকার সুসম্পর্ককে প্রেমের স্বীকৃতি দেননি পান্ডিয়া, ওয়ালিয়া দুজনের কেউই।

তবে সেসবের মাঝেই, প্রশ্ন উঠছে ঠিক কোন কারণে ইনস্টাগ্রাম থেকে একে অপরকে আনফলো করলেন দুই তারকা? এমন প্রশ্নের উত্তর যদিও নিজেরাই খুঁজে নিয়েছেন নেট মহলের অনেকেই। কেউ কেউ বলছেন, হয়তো আর একে অপরের মধ্যেকার সম্পর্ক বয়ে নিয়ে যেতে চান না দুজন! কেউ দাবি করছেন, সম্পর্ক শুরু হতেই বিচ্ছেদ হয়ে গেল! যদিও এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি, হার্দিক বা জ্যাসমিন কেউই। ঠিক কী কারণে ইনস্টাগ্রাম থেকে দুজন দুজনকে আনফলো করেছেন, সে খবরও জানা যায়নি।

 

অবশ্যই পড়ুন: সমুদ্রগড় স্টেশনে যুবকের আঙুল কেটে নেওয়ার অভিযোগ! ভয়ঙ্কর কাণ্ড সিভিকের

উল্লেখ্য, বিগত দিনগুলিতে ছেলে অগস্ত্যর সাথে বেশি সময় কাটাতে দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে। বাবা ছেলের রঙিন মুহূর্তের ছবিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপলোড করেছিলেন ভারতীয় তারকা। সদ্য ছেলে অগস্ত্য সহ পরিবারের অন্যান্যদের সাথে শিবের কীর্তনেও মজে থাকতে দেখা গিয়েছিল টিম ইন্ডিয়ার এই তারকা অলরাউন্ডারকে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join