বিক্রম ব্যানার্জী, কলকাতা: নেট দুনিয়ার হট টপিক এখন হার্দিক পান্ডিয়া এবং মডেলকন্যা মাহিকা শর্মা। গত শুক্রবার সকালে মুম্বই বিমানবন্দরের সামনে ক্যামেরার লেন্সে ধরা পড়েন দুজন। আর তারপর থেকেই ভারতীয় তারকার নতুন সম্পর্ক নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। এদিন হার্দিকের সাথেই একই গাড়িতে চেপে বিমানবন্দরে হাজির হন মাহিকা। তাছাড়াও বিমানে ওঠার আগের মুহূর্ত পর্যন্ত বছর 24 এর প্রেমিকাকে (Hardik Pandya Girlfriend) চোখে চোখে আগলে রেখেছিলেন ভারতের তারকা অলরাউন্ডার।
নতুন সম্পর্কে সিলমোহর দিলেন হার্দিক পান্ডিয়া?
শুক্রবার, হার্দিক এবং মাহিকাকে একসাথে দেখে কার্যত চোখ ফেরাতে পারেননি নেট নাগরিকরা। এদিন দুজনেই একেবারে ম্যাচিং কালো পোশাকে ধরা দিয়েছিলেন। আর তারপর থেকেই নেট দুনিয়ায় বয়ে যাচ্ছে ঝড়। ভক্তদের বেশিরভাগেরই প্রশ্ন, তাহলে কি নতুন সম্পর্কে সিলমোহর দিয়ে দিলেন হার্দিক? নেট দুনিয়ায় হার্দিক পান্ডিয়া এবং মাহিকাকে নিয়ে কানাঘুষো শোনা গেলেও, সে প্রসঙ্গে মুখ খোলেননি দুজনের কেউই। কাজেই, হার্দিক বা মাহিকার তরফে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত নিশ্চিত হওয়া যায় না। যদিও ডায়নামাইট নিউজের একটি প্রতিবেদন বলছে, ইতিমধ্যেই নাকি হার্দিক স্বীকার করে নিয়েছেন যে, মাহিকার সাথে তার পরিচয় ইনস্টাগ্রাম থেকেই হয়েছে।
কে এই মাহিকা শর্মা?
সোশ্যাল মিডিয়া সহ উইকিপিডিয়া ঘেঁটে জানা গেল, হার্দিক পান্ডিয়ার প্রেমিকা মাহিকা শর্মার জন্ম রাজধানী দিল্লিতে। বছর 24 এর মাহিকা একজন অভিনেত্রী, মডেল এবং ফিটনেস কন্টেন্ট ক্রিয়েটার। ইনস্টাগ্রামে তাঁর 1 লক্ষ 36 হাজার ফলোয়ারের একটি প্রোফাইলও রয়েছে। জানা যায়, নেট দুনিয়ায় যথেষ্ট সক্রিয় থাকেন মাহিকা। তাঁর শিক্ষাজীবন প্রসঙ্গে কথা বলতে গেলে, তিনি দিল্লিতেই পড়াশোনা করেছেন। খোঁজ নিয়ে জানা গেল, অর্থনীতিতে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন মাহিকা। ভারতীয় অভিনেত্রীর দুর্দান্ত ব্যক্তিত্বের কারণেই নেট দুনিয়ায় তিনি যথেষ্ট জনপ্রিয়। এও জানা গিয়েছে, মাহিকার মোট সম্পদের পরিমাণ এখন 3.20 কোটি টাকা।
অবশ্যই পড়ুন: চিনের উপর ট্রাম্পের দাদাগিরি! বেইজিংকে আরও ১০০ শতাংশ শুল্কের ধাক্কা আমেরিকার
উল্লেখ্য, সদ্য ইনস্টাগ্রাম স্টোরিতে মাহিকা শর্মার সাথে একটি ছবি পোস্ট করেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সেখানে অভিনেত্রীর কাঁধে হাত দিয়ে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে পান্ডিয়াকে। মাহিকার স্টোরি থেকেও শেয়ার করা হয়েছে হার্দিকের একটি ছবি। আর এর পরই একেবারে দুয়ে দুয়ে চার করে ফেলেছেন নেট নাগরিকরা।