চাপ কমবে টিম ইন্ডিয়ার, চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই হার্দিক পান্ডিয়াকে নিয়ে সুখবর

Published on:

hardik pandya

বিক্রম ব্যানার্জী, কলকাতাঃ গত বছর পদ্মা পাড়ের ছেলেদের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে চোট পেয়ে বেশ কিছু ঘরোয়া টুর্নামেন্ট থেকে ছিটকে যান হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। চোট যন্ত্রণা কাটিয়ে উঠলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে বরোদার হয়ে মাঠ দখল করতে নামেননি হার্দিক। তবে বড়দিনের আমেজ কাটতে না কাটতেই খেলোয়াড়কে নিয়ে এলো সুখবর। জানা গিয়েছে, রঞ্জি ট্রফির পর সম্ভবত শনিবারই বিজয় হাজারে টুর্নামেন্টে লক্ষ্মীরতন শুক্লার দলের বিরুদ্ধে বরোদা শিবিরকে সঙ্গ দেবেন ভারতীয় তারকা

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

৫০ ওভারের ম্যাচে ফিরছেন হার্দিক পান্ডিয়া

বাংলা বনাম ত্রিপুরার ম্যাচে ইতিমধ্যেই বাধ সেঁধেছে বৃষ্টি। যার কারণে দুপক্ষের কাউকেই আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা যায়নি। আগামীকাল অর্থাৎ শনিবার গ্রুপ টেবিলের শীর্ষে থাকা বাংলা দলের বিরুদ্ধে ম্যাচ রয়েছে বরোদার। আর সেখানেই চেনা ছন্দে দেখা মিলতে পারে ভারতীয় মহতারকা হার্দিকের। যদিও বিগত ম্যাচগুলিতে খেলোয়াড়ের সান্নিধ্য পাননি বরোদার ছেলেরা। মূলত ক্রুনাল পান্ডিয়ার হাত ধরেই জয় অব্যাহত রেখেছিল দলটি। তবে এবার সেই পথ মসৃণ করতে মাঠে নামছেন ৩৩ নম্বর জার্সি।

সম্প্রতি হার্দিক পান্ডিয়াকে নিয়ে মন ভাল করা পোস্ট ভেসে এসেছে সমাজ মাধ্যমে। হার্দিকের মাঠে ফেরার খবর জানান দিয়ে X হ্যান্ডেলে পোস্ট করেছেন জনস নামক এক ব্যক্তি। মাঝারি পোস্টটিতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে হার্দিকের মাঠে ফেরার প্রসঙ্গে ভারতীয় তারকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তিনি। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, 50 ওভারের ফর্ম্যাটে ফিরছেন হার্দিক পান্ডিয়া। আগামী 28 ডিসেম্বর বিজয় হাজারে টুর্নামেন্ট খেলবেন তিনি। ভারত এবং আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এটি দুর্দান্ত খবর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রথম শ্রেণির ক্রিকেটে হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স

উল্লেখ্য, বিজয় হাজারের আগে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে আক্রমণ শনিয়েছেন হার্দিক। এই ঘরানায় 7 হাজার 246 রান রয়েছে খেলোয়াড়ের। ব্যাট হাতে বেশিরভাগ ম্যাচেই দুর্দান্ত ছন্দে দেখা গিয়েছে তাঁকে। প্রতিটি ম্যাচে ভারতীয় তারকার গর স্ট্রাইক রেট ছিল 49.20। তবে ব্যাট হাতে জ্বলে ওঠার পাশাপাশি শত্রু পক্ষকে কব্জির জোর দেখিয়েও বসে এনেছিলেন তিনি। বল ছুঁড়ে প্রতিপক্ষ দলের 6টি উইকেট ভেঙেছেন পান্ডিয়া।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group