বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফির আসরে অপরাজেয় ভারত। দীর্ঘ 12 বছরের খরা কাটিয়ে তৃতীয় বারের জন্য মিনি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মাদের টিম ইন্ডিয়া। গতবছর প্রোটিয়াদের হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। এক বছরের মধ্যে ফের চ্যাম্পিয়নস ট্রফির বিজয়ী হয়ে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন ভারতীয় অলরাউন্ড। তবে উচ্ছ্বসিত হয়েও সন্তুষ্ট নন পান্ডিয়া। তাঁর প্রত্যাশা, এখনও 5 থেকে 6টি ট্রফি জয়।
চ্যাম্পিয়নস ট্রফি কাঁধে তুলেও সন্তুষ্ট নন পান্ডিয়া?
মিনি বিশ্বকাপের এ মরসুমে গ্রুপ পর্বে ধারাবাহিক জয়ের পর সেমিফাইনালে শক্তিশালী দল অস্ট্রেলিয়া এবং ফাইনালের মঞ্চে ফের কিউই বধ করে জগত সভায় আবারও শ্রেষ্ঠ হয়েছে ভারত। আর এই সাফল্যের নেপথ্যে রোহিত শর্মার অধিনায়কত্ব থেকে শুরু করে কোহলির দুর্দান্ত ব্যাটিং, বরুণ চক্রবর্তীর ঘূর্ণির জোরসহ হার্দিক পান্ডিয়াদের আমরণ লড়াই আসল কাজ করেছে।
তবে মিনি বিশ্বকাপে সফল হয়েও নাকি সন্তুষ্ট নন হার্দিক। গত রবিবার দুবাইয়ের মাঠে দাঁড়িয়ে জয়ের স্বাদ ভাগাভাগি করে নেওয়ার সময় ক্যামেরার মুখোমুখি হয়ে 2017 সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরাজয়ের কথা স্মরণ করিয়েছিলেন পান্ডিয়া। খেলোয়াড় আরও বলেন, তিনি শুধু বিশ্বকাপ জিততে চান না, সেই সাথে ভারতের ঘরে আরও 5 থেকে 6টি ট্রফি তুলে দিতে চান! পান্ডিয়ার সংযোজন, আমরা সবাই আমাদের নিজেদের সাধ্যমত চেষ্টা করেছি। আগামী দিনে আরও ভাল করতে হবে। এখন অন্তত 5 থেকে 6টি ট্রফি জিততেই হবে!
বিসিসিআইয়ের তরফে পোস্ট করা একটি ভিডিওতে হার্দিক স্পষ্ট জানিয়েছেন, 2017 সালের কাজটা বাকি ছিল। সেবার দলকে জেতাতে পারিনি। তবে এখন বুক চিতিয়ে বলতে পারছি আমরা চ্যাম্পিয়ন। সত্যিই খুব ভাল লাগছে। আমি আগেও জানিয়েছি, আমার লক্ষ্য বেশি ট্রফি জেতা। 2024 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আমি বলেছিলাম, এখনও সম্পূর্ণ হয়নি। আমি এখনও 5 থেকে 6টি ট্রফি চাই। এবার সেই তালিকায় আরও একটি যোগ হলো।
অবশ্যই পড়ুন: আর মাঠে নামা হচ্ছে না! বুমরাহর কেরিয়ারে ইতি? বিরাট মন্তব্য প্রাক্তন কিংবদন্তির
হার্দিকের লক্ষ্য এখন মুম্বইকে IPL ট্রফি জেতানো!
চ্যাম্পিয়নস ট্রফি শেষ। হার্দিক পান্ডিয়াদের লক্ষ্য এখন আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এবারের মরসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান নেতা পান্ডিয়া। তাঁর নেতৃত্বেই প্রতিপক্ষ দলের বিরুদ্ধে আক্রমণ শানাবেন রোহিতরা। বেশ কিছু সূত্র বলছে, চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর এখন 5 বারের চ্যাম্পিয়ন মুম্বইকে IPL ট্রফি জেতাতে মরিয়া হয়ে উঠেছেন ভারতীয় অলরাউন্ডার পান্ডিয়া।