বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টির ময়দানে মোক্ষম সময়ে আউট হয়ে দলকে বিপদে ফেলে দিয়েছিলেন যিনি, সেই ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) কাঁধে চেপে গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রানের লক্ষ্য খাড়া করে সূর্যকুমার যাদবের দল। ইংল্যান্ড বাহিনীকে ব্যাটের ঝোড়ো হাওয়া দেখিয়ে 53 রানের বড় ইনিংস গড়েছিলেন হার্দিক। দেদার চার-ছয় হাঁকিয়ে রাস্তা তৈরি করার পাশাপাশি অজান্তেই এক অসামান্য রেকর্ডে নাম জড়িয়ে ফেলেছেন পান্ডিয়া।
বিরাট রেকর্ডে নাম জুড়ল পান্ডিয়ার
শুক্রবারের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে মুখের হাসি চওড়া হওয়ার পাশাপাশি হার্দিকের রেকর্ডে নয়া পালক জুড়েছে গতকালের পারফরমেন্স। এদিন অসাধারণ ছন্দে ব্যাট করে টি-টোয়েন্টি কেরিয়ারে পঞ্চম হাফ সেঞ্চুরি যোগ করেন হার্দিক। সেই সাথে শুক্রবারের ম্যাচ দিয়ে এক
অনন্য রেকর্ডে পা গলান ভারতীয় অলরাউন্ডার। চতুর্থ টি-টোয়েন্টিতে ঝোড়ো ব্যাটিং করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে 1500 রানের গন্ডি টপকেছেন পান্ডিয়া। এই রেকর্ডের পাশাপাশি 50-এর বেশি উইকেট তুলেছেন এই ভারতীয় তারকা। যা তাঁকে এক অবিস্মরণীয় রেকর্ডে নাম তোলার জায়গা দিয়েছে।
আরও পড়ুনঃ দুবের কনকাশন সাব হর্ষিত, তুমুল সমালোচিত ভারত! জানুন ICC-র এই বিশেষ নিয়ম সম্পর্কে
বলে রাখি, পান্ডিয়ার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই কৃতিত্ব অর্জন করেছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান, আফগানিস্তানের মহম্মদ নবি ও জিম্বাবোয়ের সিকান্দার রাজা। সেক্ষেত্রে বলতে গেলে, ভারতীয় হিসেবে এই রেকর্ড কায়েম করেছেন পান্ডিয়া। বলা বাহুল্য, গোটা টি-টোয়েন্টি কেরিয়ারে এখনও পর্যন্ত 1803 রান রয়েছে হার্দিকের। বল হাতে ভেঙেছেন 94টি উইকেট।
20 ওভারের আগেই গুঁড়িয়ে যায় ইংল্যান্ড
চতুর্থ টি টোয়েন্টির ময়দানে প্রথম ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে 182 রানের লক্ষ্য বেঁধে দিয়েছিল সূর্য কুমার যাদবের দল। ব্যাট করতে এসেই শুরুর দিকে দাবানলের গতিতে 3 উইকেট হারায় টিম ইন্ডিয়া। পরবর্তীতে 32 রান করে ভারতের ইনিংস কিছুটা টেনেছিলেন রিঙ্কু সিং। রিঙ্কু মাঠ ছাড়ার পর দুবে ও হার্দিকের অংশীদারিত্বে ক্রমশ এগিয়ে চলেছিল ভারত।
আরও পড়ুনঃ লাল হলুদ তারকার ভুলেই ড্র শুক্রবারের ম্যাচ, কীভাবে প্লে অফে উঠবে ইস্টবেঙ্গল?
দুই ভারতীয় তারকা এদিন 87 রানের পার্টনারশিপ গড়ে ভারতকে বড় লক্ষ্যের পথে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত 182 রানের লক্ষ্য বেঁধে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় টিম ইন্ডিয়া। জবাবে ফিল সল্ট ও বেন ডাকেটদের শুরুটা ভাল হলেও ম্যাচের শেষটা করেছিল সূর্যর দল। এদিন গত ম্যাচগুলিতে একপ্রকার ব্যর্থ রবি বিষ্ণোইও 3 উইকেট তুলেছিলেন।
একই সাথে উইকেট পান হর্ষিত রানা(3 উইকেট), বরুণ চক্রবর্তী(2 উইকেট), আর্শদীপ সিং (1টি উইকেট) ও সহ অধিনায়ক অক্ষর প্যাটেল(1টি উইকেট)। কাজেই ভারতীয় বোলারদের সাফল্যে নির্ধারিত ওভারের আগেই 166 রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। দুঃখের বিষয়, গতকাল রানের টিলায় চড়লেও উইকেট সংখ্যা শূন্যতেই আটকেছিল হার্দিকের।