বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষবারের মতো, এশিয়া কাপে চোট পেয়েছিলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। যার কারণে অস্ট্রেলিয়ায় খেলতে যেতে পারেননি তিনি। আর সেই ফাঁকেই এবার হার্দিক পান্ডিয়ার বিকল্প খুঁজে পেয়ে গেল ভারতীয় ক্রিকেট বোর্ড! হ্যাঁ, এমনটাই দাবি করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন সহকারি কোচ তথা কলকাতা নাইট রাইডার্সের বর্তমান কোচ অভিষেক নায়ার। নাইট শিবিরের হেড স্যারের দাবি, হার্দিকের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ায় তাঁর শূন্যস্থান ভরাট করে দিয়েছেন শিবম দুবে (Hardik Pandya Substitute)।
হার্দিক পান্ডিয়ার বিকল্প এখন দুবে?
রেভস্পোর্টজের এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে গৌতম গম্ভীরের প্রাক্তন সহকারী জানান, ‘অবশ্যই হার্দিক পান্ডিয়া একজন দুর্দান্ত অলরাউন্ডার। ভারতীয় দলে ওর গুরুত্ব অপরিসীম। আমরা সব সময়ই ওকে নিয়ে কথা বলি। তবে ওর অনুপস্থিতিতে শিবম দুবে দেখিয়ে দিয়েছে, একজন দুর্দান্ত অলরাউন্ডার হওয়ার যাবতীয় মাল মশলা তার মধ্যে রয়েছে। বোলিংয়েও দুর্দান্ত ভূমিকা নিয়েছিল ও। উইকেটও পেয়েছে। ব্যাট হাতেও ভরসা যুগিয়েছে।’
অভিষেক নায়ারের দাবি, ‘ভারতীয় দলের সিম বোলিং অলরাউন্ডারের যে কাজটা এতদিন হার্দিক পান্ডিয়া করতেন, সেটাই এই মুহূর্তে করে দেখাচ্ছেন শিবম।’ ভারতীয় তারকার মতে, জাতীয় দলের হয়ে অনেক ক্ষেত্রেই হার্দিক পান্ডিয়ার অভাব পূরণ করে দিচ্ছেন দুবে। তাই ওকে টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়ার কথা ভাবা যায় না। মূলত এসব কারণেই শিবম দুবেকে হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবেই দেখছেন অনেকে।
অবশ্যই পড়ুন: বৃষ্টি নেই তবু বন্ধ হয়ে যায় ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ! আর খেলা না হলে জিতবে কে?
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই কামাল দেখিয়েছিলেন শিবম দুবে। এদিন দলের হয়ে তিন নম্বরে ব্যাট করতে এসে 18 বলে প্রয়োজনীয় 22 রান করলেও বল হাতে কিন্তু অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নেন শিবম। এখানেই শেষ নয়, তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের জয়ের ম্যাচেও বল হাতে একটি উইকেট তোলেন দুবে। সব মিলিয়ে, হার্দিক পান্ডিয়ার সমতুল্য না হলেও একজন দক্ষ অলরাউন্ডার হিসেবে ভারতীয় দলে তাঁর গুরুত্ব একেবারেই অস্বীকার করা যায় না।












