গৌতম গম্ভীরকে নিয়ে KKR শিবিরে তুঙ্গে অশান্তি

Published on:

gautam gambhir kkr

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের দায়িত্ব কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কাঁধে উঠতেই রোহিত-বিরাট-বুমরাহদের আকাশে ঘনিয়েছে বিপদের কালো মেঘ। শ্রীলঙ্কা সফর থেকে শুরু করে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ, সবেতেই ব্যর্থতার পরিধি বেড়েছে টিম ইন্ডিয়ার। সদ্য শেষ হওয়া বর্ডার গাভাস্কার সিরিজেও 1-3 ব্যবধানে লজ্জার পরাজয় দেখেছে ভারত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আর এই অসফলতার মূল কালপ্রিট হিসেবে যাঁকে কাঠগড়ায় তোলা হয়েছে তিনি হলেন জাতীয় দলের প্রধান কোচ গম্ভীর। কিউইদের পর অজিদের কাছে ফের ভারতের পরাজয় গম্ভীরের কেরিয়ারকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। হুমকি এসেছে ভারতীয় কোচের পদ থেকে সরে যাওয়ারও। এহেন আবহে এবার কোচ গৌতমকে নিয়ে বিতর্কে জড়ালেন 3 ভারতীয় কলকাতা নাইট রাইডার্স তারকা

গম্ভীরকে নিয়ে বিবাদ নাইট শিবিরে!

ভারতীয় কোচের ব্যর্থতাকে সামনে রেখে তুমুল সমালোচনায় পা বাড়িয়েছেন সমর্থকরা। রোহিত-বিরাটদের পাশাপাশি কোচ গম্ভীরকে অসফল বলে দাগিয়ে কোচিং ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছেন অনেকে। পরিস্থিতি এমন, ভারতীয় দলের ব্যর্থতার সাথে আপোস করে গম্ভীরকে মেনে নিতে পারছেন না কেউই।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আবহ যখন এমন, ঠিক সেই সময়ে গৌতমকে নিয়ে বিতর্ক দানা বাধল কলকাতা নাইট রাইডার্সেও। সূত্রের খবর, KKR-র 3 ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি, হর্ষিত রানা এবং নীতীশ রানার মধ্যে টিম ইন্ডিয়ার হেড কোচকে নিয়ে তুমুল বিবাদ তৈরি হয়েছে। নেপথ্যে যদিও ক্রিকেটার মনোজ তিওয়ারির বিতর্কিত মন্তব্য।

গৌতমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য তিওয়ারির

সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌতম গম্ভীরকে দ্বিচারী ব্যক্তি বলে সম্মোধন করেছেন মনোজ। তাঁর মতে, গৌতম যা বলেন তা বাস্তবে করে দেখানোর মধ্যে বড় ফারাক রয়েছে। আর এর পরই প্রাক্তন KKR তারকার মন্তব্যকে কাঠগড়ায় তুলে তোপ দেগেছেন কলকাতা নাইট রাইডার্সের বর্তমান ও প্রাক্তন তারকা হর্ষিত রানা ও নীতীশ রানা।

কোচ গৌতমের হয়ে মনোজকে জোরালো আক্রমণ নীতিশ রানার

কোচ গৌতম গম্ভীরের ব্যর্থতাকে আমলে নিয়ে তাঁকে একজন দ্বিচারী ব্যক্তি বলে দাগিয়ে দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। এবার সেই কু মন্তব্যের পরিপ্রেক্ষিতে মনোজকে সরাসরি নিশানা করলেন নীতিশ। প্রাক্তন নাইট তারকা বলেন, ব্যক্তিগত নিরাপত্তাহীনতার কারণে নয় বরং যুক্তি দিয়ে আলোচনা করা উচিত। গৌতম ভাইয়া সব সময়ে অন্যদের কথা চিন্তা করেন। তাঁর পারফরমেন্স জানানোর জন্য আলাদা করে কোনও প্রচারের দরকার নেই। ট্রফিগুলিই একমাত্র প্রমাণ।

বিস্ফোরক হির্ষিত রানাও

নীতিশ রানার পথে হেঁটেই কোচ অর্থাৎ গুরু গম্ভীর প্রসঙ্গে অযৌক্তিক ও কুরুচিকর মন্তব্য মেনে নিতে পারেননি নাইট তারকা হির্ষিত। গম্ভীরের হয়ে সাফাই দেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গম্ভীরের প্রশংসায় ভেসে হির্ষিত লেখেন, নিরাপত্তাহীনতায় ভুগে কাউকে নিয়ে সমালোচনা করাটা একেবারেই ঠিক নয়। গৌতম ভাইয়া এমন একজন মানুষ যিনি নিজের থেকে অন্যদের কথা বেশি চিন্তা করেন। খারাপ ফর্মে থাকা খেলোয়াড়দের পাশে গিয়ে দাঁড়ান তিনি। তাঁর প্রচুর অভিজ্ঞতা ও জ্ঞান রয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group