দ্বিতীয় টেস্টের আগেই টিম ইন্ডিয়া থেকে বাদ গম্ভীরের প্রিয় পাত্র! কারণ কী?

Published:

Harshit Rana dropped from India vs England second Test squad
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পরাস্ত হয়েছে ভারত। তাই দ্বিতীয় টেস্টে (India Vs England) জয় নিশ্চিত করতে একেবারে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে শুভনের দল। এমতাবস্থায়, ইংলিশদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রাক্কালে হঠাৎ টিম ইন্ডিয়ার টেস্ট দল থেকে বাদ পড়লেন গম্ভীরের প্রিয় পাত্র হর্ষিত রানা।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় টেস্টের আগেই হঠাৎ করে কলকাতা নাইট রাইডার্স তথা ভারতীয় দলের অন্যতম ভরসাযোগ্য পেসারকে গোটা টেস্ট দল থেকেই বাদ দিল ম্যানেজমেন্ট! কিন্তু কেন? কোন কারণে দলে যোগ করেও ফের বাদ দেওয়া হল রানাকে?

কেন বাদ পড়লেন রানা?

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন দাবি করছে, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় তারকা হর্ষিত রানাকে বার্মিংহামে ডাকা হয়েছিল। তবে জানা যায়, গিলদের সাথে নাকি তিনি বার্মিংহামের বাসে ওঠেননি।

অনেকেই মনে করছেন, হয়তো এই মুহূর্তে ভারতীয় দলে প্রয়োজন নেই রানার। তাই তাঁকে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে! বলে রাখি, ইংল্যান্ডের স্থানীয় সময় অনুযায়ী সকাল সাড়ে 11 টা নাগাদ ভারতীয় দল বার্মিংহামের উদ্দেশ্যে রওনা দেয়।

অবশ্যই পড়ুন: ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের প্রয়োজনীয় মেশিন আটকে রেখেছে চিন! থমকে কাজ

রানার উদ্দেশ্যে গম্ভীরের বক্তব্য

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পরাজয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গম্ভীর জানিয়েছিলেন, আমি এখনও পর্যন্ত প্রধান নির্বাচকের সাথে কথা বলিনি। তবে খুব শীঘ্রই আমাকে প্রধান নির্বাচক অজিত আগরকরের সাথে কথা বলতে হবে। বেশ কিছু জটিলতা ছিল। যার কারণে সমস্যাও তৈরি হয়েছিল। মূলত সেই কারণেই ব্যাক আপ হিসেবে তাঁকে নেওয়া। তবে আপাতত সব ঠিক আছে!

তাই এখন আর ব্যাক আপ প্লেয়ারের প্রয়োজন নেই। শেষ পর্যন্ত সবকিছু ঠিক থাকলে হয়তো তাঁকে দেশে ফিরে যেতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পরই সাংবাদিক সম্মেলনে নাম না করে রানার উদ্দেশ্যে এমন বক্তব্যই রেখেছিলেন প্রধান কোচ গম্ভীর। আর এরপরই কার্যত তাঁর বাদ পড়া নিশ্চিত হতে চলল!

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join