বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় পেস আক্রমণে নতুন মাত্রা জুগিয়েছেন তরুণ পেসার তথা কলকাতা নাইট রাইডার্স তারকা হর্ষিত রানা (Harshit Rana)। ইংল্যান্ডের বিরুদ্ধে গত টি-টোয়েন্টির শেষ ম্যাচে মুম্বইয়ের ময়দানে শিবম দুবের কনকশান সাবস্টিটিউট হিসেবে তাঁকে মাঠে পেয়েছিল টিম ইন্ডিয়া। তবে সেই বদলি নিয়ে বিতর্কের পারদ যথেষ্ট চড়েছিল। দুবে যেহেতু একজন অলরাউন্ডার সেক্ষেত্রে একজন অলরাউন্ডারের বিকল্প হিসেবে আরেক জন অলরাউন্ডারকে না নামিয়ে সম্পূর্ণ ফাস্ট বোলারকে মাঠে নামানোয়ে ভারতের বিরুদ্ধে লাল চোখ দেখিয়েছিলেন ইংরেজরা।
তবে সেই সব বিতর্কের জাল অনেক আগেই ছাড়িয়ে উঠেছেন রানা। বৃহস্পতিবারের ওয়ানডে ম্যাচে রানার পেস বোলিং চোট নিয়ে বাইরে থাকা বুমরাহর কথা মনে করিয়ে দিয়েছে। গতকাল ইংরেজদের বিরুদ্ধে রানার তুখোর বোলিং ভাবিয়েছে ম্যানেজমেন্টকেও। এহেন আবহে পুরনো প্রসঙ্গ উঠতেই বেপরোয়া মন্তব্য করেছেন হর্ষিত। ঠিক কী বলেছেন KKR পেসার? রইল বিস্তারিত।
ওয়ানডেতে অভিষেক হতেই হাতে এলো 3 উইকেট
ভারতীয় পেসারদের মধ্যে রানাই প্রথম যিনি তিন ফরম্যাটেই অভিষেক ম্যাচে কমপক্ষে 3টি করে উইকেট তুলেছেন। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে অভিষেক হওয়ার পর প্রথমদিকে ফিল সল্টের সামনে খানিকটা ধুঁকছিল রানার বোলিং। তবে প্রথম ওভার বাদ দিলে তাঁর বোলিং পরিসংখ্যান কিন্তু খুব একটা খারাপ নয়। 7 ওভারের কোটায় 53 রান দিয়ে গতকাল 3 উইকেট তুলেছেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম বিশ্বস্ত খেলোয়াড়।
রানার গলায় বেপরোয়া সুর!
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুম্বইয়ের ময়দানে দুবের কনকাশন সাবস্টিটিউট হিসেবে আচমকা মাঠে নামেন হর্ষিত। তার আগমনে দলের উইকেট সংখ্যাও অনেকটাই বেড়েছিল। সেই ম্যাচে একপ্রকার জ্বলে উঠেছিলেন রানা। তবে ভারতীয় অলরাউন্ডারের বিকল্প হিসেবে পেসার রানার আগমন একেবারেই মেনে নেননি ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটাররা। প্রশ্ন উঠেছিল ভারতের ভূমিকা নিয়েও। সেই সব প্রসঙ্গে উসকে দিয়ে মুখ খুললেন ভারতীয় পেসার।
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে জয়ের পর হর্ষিত রানার কাছে বিগত টি-টোয়েন্টির বিতর্ক নিয়ে একাধিক প্রশ্ন আসে। উত্তরে দিল্লির পেসার জানান, আমার মনে হয় লোকজন কথা বলবেই। আমার কাজ শুধু খেলে যাওয়া, ভাল হোক কিংবা খারাপ। এদের কথায় আমার সত্যিই কিছু যায় আসে না, আমি শুধুই আমার দলের জন্য পারফর্ম করে যেতে চাই। মাঠের বাইরে আমি কোথাও কাউকে গুরুত্ব দিই না।
অবশ্যই পড়ুন: ‘আমি সিনেমা দেখছিলাম, মধ্যরাতে ফোন করেন রোহিত’, প্রত্যাবর্তনের কাহিনী শোনালেন শ্রেয়স
এদিন KKR তারকা আরও বলেন, নাগপুরে এসেই তিনি জানতে পেরেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে অভিষেক হতে চলেছে তাঁর। খেলোয়াড়ের সংযোজন, আমি সবসময়ই খেলার জন্য মানসিক ভাবে তৈরি থাকি। ক্রিকেট তাই ওঠানামা থাকবেই। তবে আমি চেষ্টা করি সব সময় নিজের বলের লেন্থের দিকে নজর রাখতে।
তার ফল যে আমি পাইনি তেমনটা নয়। বেশ কয়েকবার সাফল্য এসেছে। তবে এর জন্য আমি আলাদা কিছু করি না। দ্বিতীয় স্পেলের সময়ও আমি নতুন কিছু করার চেষ্টাও করিনি। এমনিতেই এই ফরম্যাট খুব কঠিন। তাই পরিস্থিতি বুঝে আমাকে বল করে যেতে হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |