ক্রিকেট ইতিহাসের সেরা ৩ ব্যাটারের নাম ঘোষণা করলেন আমলা, তালিকায় নেই সচিন!

Published on:

Hashim Amla names the three best batsmen in cricket history

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটের ইতিহাসে যে নামটা চিরস্মরণীয় হয়ে রয়েছে তা হল সচিন তেন্ডুলকর। ভারতীয় ক্রিকেট তো বটেই সেই সাথে বিশ্ব ক্রিকেটে তাঁর অবদান ঠিক কতটা, তা বোধহয় আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে সবচেয়ে অবাক করা বিষয়, সম্প্রতি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা হাশিম আমলা ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের মধ্যে থেকে দীর্ঘ বাছাইয়ের পর মোট 3 জন সেরা ব্যাটসম্যানকে বেছে নিয়েছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে যে বিষয়টা সবচেয়ে বেশি নজর কেড়েছে তা হল, আমলার বিচারে ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের তালিকায় কোহলির নাম থাকলেও জায়গা পাননি ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর।

ক্রিকেট ইতিহাসের সেরা 3 ব্যাটসম্যানকে বেছে নিলেন আমলা

স্টার স্পোর্টসের সাথে আলাপকালীন সময়ে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যানদের মধ্যে থেকে তিন জন বিধ্বংসী ব্যাটারকে বেছে নেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হাশিম আমলা। সাক্ষাৎকার চলাকালীন প্রাক্তন প্রোটিয়া তারকা বলেন, ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের নাম বলতে হলে প্রথমেই নাম আসবে বিরাট কোহলির।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

একেবারে শুরুতেই কোহলির নাম উল্লেখ করার পর সেরা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এ বি ডেভিলিয়ার্সেকে বসান আমলা। এবং সবশেষে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সেরা ব্যাটসম্যানদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসকে 3 নম্বরে রাখেন হাশিম আমলা।

আমলার মতে এই তিন ক্রিকেটারই নিজেদের দুর্ধর্ষ ব্যাটিংয়ের কারণেই বিশ্ব ক্রিকেটে পরিচিত মুখ হয়ে রয়েছেন। তবে সবচেয়ে অবাক করার মতো বিষয়, ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের প্রসঙ্গ উঠলে প্রথমেই যে নামটা ভেসে আসে, ক্রিকেটের ভগবান সেই সচিনকেই সেরা ব্যাটসম্যানদের তালিকায় জায়গা দিলেন না দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা।

 

অবশ্যই পড়ুন: বড় ধাক্কা খেলো টিম ইন্ডিয়া! চোটের কারণে বাকি দুই টেস্ট থেকে বাদ নীতিশ কুমার

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে হাশিম আমলার কেরিয়ার যথেষ্ট প্রশংসনীয়। 2004 সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়ার পর একে একে সব ফরম্যাটেই পা রাখেন এই প্রাক্তন প্রোটিয়া তারকা। বলা বাহুল্য, নিজের দীর্ঘ কেরিয়ারে 124টি টেস্ট ম্যাচ খেলেছেন আমলা, আর এই দীর্ঘ যাত্রায় তাঁর রানের সংখ্যা 9282।

সঙ্গে রয়েছে 28টি দুরন্ত সেঞ্চুরি ও 41টি হাফ সেঞ্চুরিও। এছাড়াও ওয়ানডে ক্রিকেটে 181টি ম্যাচ খেলে 8113 রান করেছেন আমলা। একই সাথে 20 ওভারের ক্রিকেটেও 44 ম্যাচে অংশ নিয়ে 1277 রান রয়েছে দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তির।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group