বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ানো হল না কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। শাহরুখ খানের এই দলই যে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল তা বোঝার উপায় নেই এ যাত্রার পারফরমেন্স দেখে। গত শনিবার বেঙ্গালুরুর মাঠে না নেমেই প্রকৃতির নিয়মে হেরে গিয়েছে নাইটরা। কাপজয়ী শ্রেয়স আইয়ারকে বাদ দিয়ে অজিঙ্কা রাহানের কাঁধে সেনাপতির দায়িত্ব দেওয়াটা যে সে অর্থে ঠিক হয়নি তা এখন হারে হারে বুঝছে কলকাতা নাইট রাইডার্স।
তবে অধিনায়কের পাশাপাশি আরও একটি নাম বারংবার উঠে আসছে KKR-র স্বপ্নভঙ্গের নেপথ্য। হ্যাঁ, চলতি মরসুমে নাইটদের ব্যর্থতার কারণ হিসেবে বারংবার সমর্থকদের মুখে উঠে আসছে প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতের নাম। আর সেই সূত্রেই, এবার নাইট শিবিরের পথপ্রদর্শককে নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এহেন আবহে শোনা যাচ্ছে, কলকাতার IPL 2025 যাত্রা ভঙ্গের পর এবার প্রধান কোচ পন্ডিতকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দিতে পারে নাইট ম্যানেজমেন্ট।
দলের ব্যর্থতায় আসন টলমল চন্দ্রকান্ত পন্ডিতের!
চলতি মরসুমের একেবারে শুরুর দিকে একের পর এক ব্যর্থতার পরই প্রশ্ন উঠেছিল প্রধান কোচ পন্ডিতের ভূমিকা নিয়ে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, গতবারের চ্যাম্পিয়নদের এমন অবস্থা কেন? কী করছেন চন্দ্রকান্ত পন্ডিত? সমর্থকদের অভিযোগের পাশাপাশি নাইট শিবিরেও ধরা পড়েছিল কোন্দল। প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত থাকা সত্ত্বেও বারংবার প্রাক্তন মেন্টর গৌতম গম্ভীরের অভাব ভুগিয়েছে দলকে। এ যাত্রার একেবারে প্রথম দিকে প্রাক্তন পথপ্রদর্শক গৌতম গম্ভীরকে নিয়ে মুখ খুলেছিলেন নাইট তারকা রমণদীপ সিং।
সেবার নাইট তারকা জানিয়েছিলেন, আমরা গৌতম গম্ভীরের অভাব বোধ করছি। ও দলে যেই জিনিস গুলো নিয়ে এসেছিল সেগুলোর অভাব রয়েছে। তবে গৌতমের অভাব বোধ করলেও মেন্টর ডোয়াইন ব্রাভোর ওপর ভরসা ছিল রমণদীপের। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, দুই মহারথীর নাম নিলেও প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতের নাম মুখেও আনেননি তিনি। আর এর পর থেকেই নাইট কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে নানা মহলে।
আর সেই জল্পনাই এবার নতুন করে ধরা দিয়েছে রাহানেদের স্বপ্ন ভঙ্গের পর। বিশেষজ্ঞ মহলের দাবি, অধিনায়ক ভুল করলে তা ধরিয়ে দেওয়া কোচের দায়িত্ব। সাম্প্রতিক সময়ে বারংবার দেখা গিয়েছে রাহানে বোলার ও মিডিল অর্ডার নিয়ে একাধিক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আসলে ও দলকে বুঝতে সময় নিয়ে ফেলেছিল, কিন্তু চন্দ্রকান্ত পন্ডিত তো নাইট শিবিরে বহুদিনের। তিনি কেন খারাপ পরিস্থিতিতে অধিনায়কের ভুল ধরিয়ে দিলেন না?
অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়ায় ফের বড় ধাক্কা! ইংল্যান্ড সফরের আগেই অবসর নিতে চলেছেন আরেক মহাতারকা!
বেশিরভাগেরই দাবি, আজ কলকাতার যা অবস্থা, তার নেপথ্যে দায়ী প্রধান কোচ চন্দ্রকান্তের একাধিক ভুল পদক্ষেপ!কলকাতা নাইট রাইডার্সের প্লে অফের স্বপ্ন ভঙ্গের আবহে এবার প্রধান কোচ পন্ডিতের আসন নিয়ে শুরু হয়েছে কাড়াকাড়ি! বহু ভক্ত সমর্থকের দাবি, নাইট শিবিরের ব্যর্থতার পর এবার কোচের পদ ছেড়ে দেওয়া উচিত পন্ডিতের। সব মিলিয়ে, চরম অসফলতার পরও ম্যানেজমেন্ট পন্ডিতকে দলে রেখে দেয় কিনা এখন সেটাই দেখার।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |