বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার মেলবোর্নে যে ঘটনা ঘটেছিল, এখনও পর্যন্ত তার রেশ কাটিয়ে উঠতে পারেনি ক্রীড়া জগত। প্যাট কামিন্সের বলে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) আদৌ আউট হয়েছিলেন কিনা তা নিয়ে তৈরি বিতর্ক মঙ্গলবারেও দগদগে। ফিল্ড আম্পায়ারের নট আউটের সিদ্ধান্ত কীভাবে রিপ্লেতে আউটে বদলে গেল সে বিষয়ে সংশয়ের পরিধি আরও বাড়ছে সমর্থকদের। পরিস্থিতি যখন এমন ঠিক সেই সময়ে ভারতীয় তরুণ তারকাকে আউট দিয়ে ফিরতি পথ দেখানো থার্ড আম্পায়ারের সিদ্ধান্তকে কাঠগড়ায় তুললেন হটস্পট প্রযুক্তির নির্মাতারা!
যশস্বীর বিতর্কিত আউট নিয়ে মুখ খুললেন হটস্পট নির্মাতা
অস্ট্রেলিয়ার মাটিতে জয়সওয়ালের বিতর্কিত আউট প্রসঙ্গে থার্ড আম্পায়ারের অবদান স্মরণ করিয়ে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হটস্পট প্রযুক্তি নির্মাণকারী সংস্থার কর্ণধার ওয়ারেন ব্রেনান জানান, ওটা আসলে এক ধরনের গ্লাস শট ছিল। তাই সেভাবে কোনও শব্দ বোঝা যায়নি। যে কিঞ্চিত শব্দ পাওয়া গিয়েছে তা আশেপাশের পরিবেশের আওয়াজ। অডিও ডিটেক্টরের সাথে কথা বলার পর তিনিও বলেছেন সেখানে কোনও শব্দ পাননি। সম্ভবত হটস্পট এই সমস্যার একমাত্র সমাধান হতে পারতো।
হটস্পট প্রযুক্তি নির্মাতার দাবি, ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে মূলত হটস্পট প্রযুক্তির ব্যবহার না হওয়ায় এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তিনি আরও বলেন, হটস্পট প্রযুক্তির বদলে স্নিকোমিটার ব্যবহার করা হচ্ছে। আর সেই কারণেই আম্পায়াররা নির্ভুল সিদ্ধান্ত নিতে পারেননি। তবে ব্রেনানের কথায় স্নিকোমিটারের তেমন একটা গুরুত্ব না থাকলেও হটস্পট প্রযুক্তিকে এগিয়ে রেখেছেন তিনি। যদিও বাস্তবে বহুবার হটস্পট প্রযুক্তির সিদ্ধান্ত নিয়েও অভিযোগ উঠেছে ক্রিকেট মহলে।
ঠিক কী ঘটেছিল?
মেলবোর্ন টেস্টের পঞ্চম অর্থাৎ শেষ দিনের 71 তম ওভার চলছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে মাঠ দখল করে রেখেছিলেন ভারতের তরুণ প্রতিবাদ জয়সওয়াল। দলের দুঃসময়ে বাকিদের দায়িত্ব নিজের ওপর চাপিয়ে হেঁটে এসেছিলেন দীর্ঘ পথ। তবে কামিন্সের বল তাঁকে মাঠে টিকতে দিল না। 71 ওভারে অজি তারকার দুরন্ত বলে ব্যাট চালিয়েছিলেন যশস্বী। আর সেই বলই গিয়ে ধরা দেয় অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির গ্লাভসে। তবে অজি কিপার বলটি গ্লাভসে লুফে নিলেও কামিন্সের বল জয়সওয়ালের ব্যাটের সংস্পর্শে এসেছিল কিনা তা নিয়ে দীর্ঘ সংশয় রয়েছে।
যদিও থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত সেইসব সংশয়ের বাধ মানেনি। জয়সওয়ালের পাশ ঘুরে বল যখন ক্যারির হাতে, তড়িঘড়ি আউট ডেকেছে অস্ট্রেলিয়া। তবে প্রাথমিকভাবে ফিল্ড আম্পায়ারের নট আউটের সিদ্ধান্তে জোর পায়নি অজিরা। ফলত রিভিউর আবেদন জানায় প্যাটের দল। আর এরপরই ঘটে বিপত্তি। অস্ট্রেলিয়ার অনুরোধে উইকেট খতিয়ে দেখতে নেওয়া হয় রিপ্লে। আর সেখানেই চূড়ান্ত হয়ে যায় ভারতীয় তারকা জয়সওয়ালের ভবিষ্যৎ। অস্ট্রেলিয়ার দাবিতে সিলমোহর দিয়ে যশস্বীকে আউট দেখান বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। আর এই ঘটনার পর থেকেই ওপার বাংলার আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বেসুরো হয়েছেন অনেকেই। তবে অনেকেই আবার থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে ভুলের টিকি টুকুও খুঁজে পাচ্ছেন না।