বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবারের ম্যাচটা ঘরের মাঠে গড়ায়নি, তা সত্ত্বেও দাপুটে ফুটবল খেলে কেরালা ব্লাস্টার্সকে জাত চিনিয়েছে মোহনবাগানের (Mohun Bagan Super Giant) ছেলেরা। চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) তীব্র শক্তি সঞ্চয় করে গতকালের ম্যাচে 3-0 ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল মেরিনার্সরা। আর এই ম্যাচের পরই গন্তব্যের খুব কাছাকাছি এসে পৌঁছেছে সবুজ মেরুন। বেশ কিছু সূত্র বলছে, লিগ শিল্ড জয়ের একেবারে দ্বারপ্রান্তে এসে উপস্থিত হয়েছে বাগান। তাহলে চলুন জেনে নেওয়া যাক পয়েন্ট টেবিলের মগডালে রাজত্ব করা মোহনবাগানের শিল্ড জয় করতে আর কতগুলি ধাপ অতিক্রম করতে হবে।
কেরালার ম্যাচেই সাফল্যের হাতছানি
গতকাল ভিন রাজ্যের ছেলেদের নাকানি-চোবানি খাইয়ে ম্যাচ পকেটে পুরেছিল হোসে মোলিনার ছেলেরা। এই দুঃসাহসিক জয়ের পরই 21 ম্যাচে 49 পয়েন্ট সংগ্রহ করেছে সবুজ মেরুন। বলে রাখা ভাল, চলতি মরসুমের শেষ 5 ম্যাচের মধ্যে 4টিতেই জয় এসেছে বাগানের ঘরে। এমতাবস্থায়, শনিবারের শেষ ম্যাচটা বড় ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার সঙ্গে 10 পয়েন্টের বিরাট ফারাক তৈরি করেছে মোহনবাগান। এখন প্রশ্ন উঠছে, এবার কি তাহলে শিল্ড জয় নিশ্চিত করে ফেলল সবুজ মেরুন?
এই ম্যাচেই শিল্ড জয় নিশ্চিত করবেন মোলিনা
প্রকাশ্যে আসা বেশ কিছু রিপোর্ট মারফত খবর, মোহনবাগানকে লিগ শিল্ড কাঁধে তুলতে আরও একটি ম্যাচে মুখের হাসি চওড়া করতে হবে। সূত্র বলছে, চলতি ISL মরসুমে লিগ শিল্ড জয়ের 99 শতাংশ কাজটাই করে ফেলেছে বাগান প্লেয়াররা। বাকি আর মাত্র 1 শতাংশ। মনে করা হচ্ছে, মোহনবাগানের পরের ম্যাচটা ওড়িশা এফসির বিরুদ্ধে। আর এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ওড়িশা এফসির ছেলেদের হারাতে পারলে লিগ শিল্ডে সিলমোহর পড়ে যাবে বাগানের। এই ম্যাচে সবুজ মেরুন জার্সিদের জয় হলে পরবর্তীতে কোন দল হারলো বা জিতল তার ওপর বাগানের লিগ শিল্ড নির্ভর করবে না।
উল্লেখ্য, বর্তমানে কেরালা বধের পর 49 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রাজত্ব করছে বাগান। সেই নিরিখে শিল্ড জয় নিশ্চিত করতে আর মাত্র 3 পয়েন্ট বা তার বেশি হলেই যথেষ্ট। আর এই সহজ কাজটা ওড়িশা এফসির বিরুদ্ধেই করতে হবে মোলিনার সুযোগ সন্ধানী ছেলেদের।
প্রসঙ্গত, শনিবার নিজেদের ঘরের মাঠে মোহনবাগানের ওপর জোরালো চাপ সৃষ্টি করতে চেয়েছিল কেরালা ব্লাস্টার্স। সেই লক্ষ্যে পা বাড়িয়েই মোহনবাগানের রক্ষণভাগ একেবারে আলগা করে ফেলে ব্লাস্টার্স। আর ঠিক সেই সময়ে ভিন রাজ্যের ছেলেদের চাপ সামলাতে হয়েছিল মেরিনার্সদের গোলকিপার বিশাল কাইথকে। তবে স্বস্তির বিষয় গোলের সুযোগ তৈরি করেও সাফল্য ঘরে তুলতে পারেনি কেরালা। ম্যাচ যখন 28 মিনিটে দৌড়াচ্ছে ঠিক সেই মোক্ষম সময় জেমি ম্যাকলারেন পায়ে প্রথম গোল উপহার পায় মোহনবাগান। বাগানের এই সাফল্যের পরই তড়িঘড়ি নিজেদের স্ট্র্যাটেজি বদলায় কেরালা।
আরও পড়ুন: বাদ পড়বেন দুই ম্যাচ উইনার, বাংলাদেশের বিরুদ্ধে কেমন একাদশ নামাবে টিম ইন্ডিয়া?
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক দল হয়ে যায় ডিফেন্সিভ। তবে তাতে কাজের কাজ হয়নি। 40 মিনিটে অজি বিশ্বকাপারাইয়ের দ্বিতীয় গোল এবং সবশেষে অ্যালবার্তো রদ্রিগেজের প্রথম এবং বাগানের তৃতীয় গোলই কেরালার বুকে শেষ তীর নিক্ষেপ করে তাদের মাঠ ছাড়া করে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |