Indiahood-nabobarsho

চ্যাম্পিয়নস ট্রফির আগে কতগুলি ওয়ানডে খেলবে ভারত? প্রকাশ্যে এল টিম ইন্ডিয়ার সূচি

Published on:

oneday team india

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy) নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘ দড়ি টানাটানি চলেছে। দুই দেশের মতপার্থক্যের জের আসন্ন ইভেন্ট নিয়ে চিন্তার ভাঁজ বেড়েছিল আইসিসির কপালে। তবে সেসব এখন অতীত, দুই দেশের দাবিতে সিলমোহর দিয়েই আয়োজিত হতে চলেছে 2025 চ্যাম্পিয়নস ট্রফির টুর্নামেন্ট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে সেক্ষেত্রে ভারতের ম্যাচগুলি পাকিস্তানে অনুষ্ঠিত হবে না। মূলত হাইব্রিড মডেলে মদত জুগিয়েই সংযুক্ত আরব আমিরাতে আক্রমণ শানাবে ভারত। কিন্তু তার আগে ইংল্যান্ড বাহিনীর বিপক্ষে মাঠে নামতে হবে টিম ইন্ডিয়াকে। আর এই ওয়ানডে সিরিজের মাধ্যমে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করার পাশাপাশি নিজস্ব অস্ত্রে শান দেবে ভারতের ছেলেরা।

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে চিন্তায় ভারত!

বিগত বর্ডার গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়ার কাছে যেভাবে অপদস্ত হয়েছে ভারত, তাতে দলের দুর্ভাগ্যের দায়ভার গিয়ে পড়েছে রোহিত-বিরাটদের কাঁধে। দুর্বল কোচিংয়ের কারণে গম্ভীরকেও দুষছেন ভারতীয় সমর্থকরা। এহেন আবহে দলের ভরসার কাঁধ হিসেবে সেভাবে কাউকে দেখছে না ম্যানেজমেন্ট। ফলত চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারতের ছেলেদের ছন্নছাড়া পারফরমেন্সকে সামনে রেখে আশঙ্কার দিন গুনছে টিম ইন্ডিয়া।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

যদিও অজিভূমিতে ব্যর্থ রোহিত শর্মার কাঁধেই যে চ্যাম্পিয়নস ট্রফি উত্তরে দেওয়ার দায়িত্ব দেবে ভারত, একথা আগে ভাগেই জানিয়ে দিয়েছে BCCI। বোর্ডের এক সূত্র মারফত খবর, রোহিতের ওয়ানডে ফরম্যাট আকর্ষণীয় হওয়ায় তাঁকেই দলের নেতৃত্ব সঁপে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে BCCI-এর ভরসার জায়গা কতটা রক্ষা করতে পারবেন রোহিত, তা বোঝা যাবে ভারত চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে নামার পরই।

চ্যাম্পিয়নস ট্রফির আগে কটি ওয়ানডে খেলবে টিম ইন্ডিয়া?

চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে, দুবাইয়ের ময়দানে শত্রুপক্ষকে ঘায়েল করার আগে ইংল্যান্ড বাহিনীর বিরুদ্ধে মাঠে নামবে ভারত। আগামী 6 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সিরিজে মোট 3টি ওয়ানডে খেলার সুযোগ পাবে ভারত। আর সেখানেই নিজস্ব অস্ত্রের শান দিয়ে ব্যক্তিগত পারফরমেন্স ঝালিয়ে নিতে হবে ভারতের ছেলেদের। আসন্ন ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে পরাস্ত করতে পারলে তলানিতে ঠেকে যাওয়া ভারতের আত্মবিশ্বাস অনেকটাই চাঙ্গা হয়ে উঠবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

আর এই জয় চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের জন্য নতুন উদ্যম যোগাবে ভারতীয় দলে। উল্লেখ্য, 20 ফেব্রুয়ারি পদ্মা পাড়ের ছেলেদের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের শুভারম্ভ করার আগে 6 ফেব্রুয়ারি নাগপুরে প্রথম ওয়ানডে, 9 ফেব্রুয়ারি দ্বিতীয়টি ওড়িশার কটকে এবং সর্বশেষ অর্থাৎ 3 নম্বর ওয়ানডে ম্যাচে ভারত বনাম ইংল্যান্ডের রণক্ষেত্র হবে আহমেদাবাদ, তারিখ 12 ফেব্রুয়ারি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group