রঞ্জি ট্রফিতে একটা ম্যাচ খেলার জন্য মহম্মদ শামিকে কত টাকা দিল BCCI?

Published on:

mohammed shami

কলকাতাঃ এক বছর ধরে ক্রিকেটের থেকে দূরে থাকা মহম্মদ শামি (Mohammed Shami) অবশেষে মাঠে ফিরেছেন। সম্প্রতি তিনি বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি ৭ উইকেটও নেন। চোটের কারণে ৩৬০ দিন মাঠের বাইরে থাকার পর এসেই তিনি যেভাবে বোলিং করলেন, তা দেখে অনেকেই শামিকে অস্ট্রেলিয়া সিরিজে অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন।

WhatsApp Community Join Now

মহম্মদ শামিকে বর্ডার-গাভাস্কার ট্রফি খেলার জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হবে কি না, তা নিয়ে এখনও অফিসিয়ালি কোনও ঘোষণা হয়নি। তবে টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল বলেছেন যে, শামির দিকে নজর রাখা হচ্ছে। আপাতত তাঁকে মুস্তাক আলি ট্রফিতে খেলতে দেখা যাবে। তবে আপনি জানেন কি, বাংলার হয়ে মধ্যপ্রদেশে বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলার জন্য কত টাকা পেলেন শামি?

কত টাকা বেতন দেয় BCCI?

বিসিসিআই এর বেতন ক্যাটাগরি হিসেবে, ৪০-র বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলা প্লেয়ারকে এক দিনের ফিস হিসেবে ৬০ হাজার টাকা দেওয়া হয়। রঞ্জি ট্রফি ৪ দিনের হয়। আর সেই হিসেবে প্রত্যেক প্লেয়ার ২ লাখ ৪০ হাজার করে টাকা পান। কিন্তু ৮৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা মহম্মদ শামি কত টাকা পেলেন?

রঞ্জি খেলে কত পেলেন মহম্মদ শামি?

BCCI ২০ ম্যাচ খেলা প্লেয়ারদের ৪০ হাজার করে দেয়। ২১ থেকে ৪০ ম্যাচ খেলা প্লেয়ারদের ৫০ হাজার করে দেয়। আর ৪০ এর বেশি ম্যাচ খেলা প্লেয়ারদের ৬০ হাজার করে ম্যাচ ফিস দেয়। সেই হিসেবে মহম্মদ শামিও এই রঞ্জি ম্যাচ খেলার জন্য ২ লক্ষ ৪০ হাজার টাকাই পেয়েছেন।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলবেন মহম্মদ শামি

রঞ্জি ট্রফির পর BCCI সৈয়দ মুস্তাক আলি ট্রফির আয়োজন করছে। আর এই টুর্নামেন্টে বাংলার দলে মহম্মদ শামির নামও রয়েছে। কিন্তু শামি এই টুর্নামেন্ট যে সম্পূর্ণ খেলতে পারবেন, তাঁর কোনও আশা নেই। কারণ দ্বিতীয় টেস্টের আগেই অস্ট্রেলিয়া উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে তাঁকে।

সঙ্গে থাকুন ➥