ISL-এ ধনবর্ষা! হেরেও মোটা অঙ্ক ঘরে তুলেছে বেঙ্গালুরু, কাপ জিতে কত পেল মোহনবাগান?

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা মরসুমে কার্যত অপ্রতিরোধ্য ফুটবল খেলে ISL কাপ নিশ্চিত করেছে মোহনবাগান। একেবারে যোগ্য দল হিসেবেই লিগ শিল্ড (ISL 2024-25) জয়ের পর সম্মানের ট্রফি কাঁধে তুলেছে সবুজ মেরুন। ট্রফি জয়ের পাশাপাশি, 15 ম্যাচে গোল না খেয়ে সোনার গ্লাভস উপহার পেয়েছেন বাগানের গোল রক্ষক বিশাল কাইথ। সেই সাথেই বাকি দলগুলিও নানান পুরস্কারে সম্মানিত হয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, ISL জয়ী হিসেবে কত টাকা পেল মোহনবাগান? বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, ISL কাপ নিশ্চিত করায় বাগানকে মোটা অঙ্ক উপহার দিয়েছে ফেডারেশন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কত পেয়েছিল গতবারের চ্যাম্পিয়নরা?

জানিয়ে রাখি, গত ইন্ডিয়ান সুপার লিগ মরসুমের সফল দল ছিল মুম্বই সিটি এফসি। সেবার মুম্বইয়ের ছেলেদের অক্লান্ত পরিশ্রম ও গোছানো ফুটবলের হাত ধরে ট্রফি কাঁধে তুলতেই মোটা টাকা উপহার পেয়েছিল ভিন রাজ্যের দলটি। বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত মরসুমে ইন্ডিয়ান সুপার লিগের নিয়ম অনুযায়ী কাপ জয়ী হিসেবে মুম্বইয়ের হাতে তুলে দেওয়া হয়েছিল 6 কোটি টাকার চেক। অন্যদিকে, রানার্স আপ হিসেবে বাগান পেয়েছিল 3 কোটি টাকা। তবে এবার একেবারে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল মোহনবাগান। আর সেই সূত্র ধরেই, কাপ নিশ্চিত হয়েছে মেরিনার্সদের। কিন্তু জয়ী দল হিসেবে কত পেলেন শুভাশিস বসুরা?

কত টাকা পেল মোহনবাগান?

ইন্ডিয়ান সুপার লিগের নিয়ম অনুযায়ী, লিগ শিল্ড জিততে পারলে ফেডারেশনের তরফে পাওয়া যায় 3 কোটি 50 লক্ষ টাকা। যা বহু আগেই নিশ্চিত করে ফেলেছে মোহনবাগান। ফলত, বাগানের ঝুলিতে সঞ্চিত ছিল সাড়ে তিন কোটি টাকা। এখন প্রশ্ন, শনিবারের মেগা সাফল্যের পর ISL জয়ী হিসেবে কত টাকা পেয়েছে সবুজ মেরুন?

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভারতীয় ফুটবল ফেডারেশনের নিয়ম মেনে জয়ী দল হিসেবে মোহনবাগানের হাতে তুলে দেওয়া হয়েছে 6 কোটি টাকা। অর্থাৎ, আগের 3 কোটি 50 লক্ষ ও ISL জয়ী হিসেবে 6 কোটি মিলিয়ে মোট 9 কোটি 50 লক্ষের আর্থিক পুরস্কার পেয়েছে কলকাতা ময়দানের এই প্রধান।

অবশ্যই পড়ুন: ISL-র সেরা ফুটবলার কে? কে পেল গোল্ডেন বুট? দেখুন তালিকায় মোহনবাগানের কজন

রানার্স আপ হিসেবে কত পেল বেঙ্গালুরু?

ভারতীয় ফুটবল ফেডারেশনের নিয়ম মাফিক, ইন্ডিয়ান সুপার লিগের জয়ী দলকে 6 কোটির আর্থিক পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি, ফাইনালে অংশগ্রহণকারী পরাজিত দল 3 কোটি টাকার আর্থিক পুরস্কার পায়। আর সেই হিসেবে ধরেই, গতকাল ফাইনালের মঞ্চে বাগানের প্রতিপক্ষ হিসেবে 3 কোটি টাকা পেয়েছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group