বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফাঁকা মাঠে গোলের কথা শুনেছেন অনেকেই, কিন্তু ফাঁকা মাঠে ছয়ও মারা যায়! এ কথা জানা ছিল আগে? আসলে কলকাতা নাইট রাইডার্সের এ যাত্রার সবচেয়ে দামি প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) প্রাক্তন অধিনায়ক তথা আরেক আইয়ারের অনুপস্থিতির সুযোগ নিয়ে ফাঁকা মাঠে ছয় হাঁকাতে চেয়েছিলেন, তবে হালে পানি পাননি তিনি!
আসলে, দেড় কোটির বেস প্রাইসে দলে আসা অজিঙ্কা রাহানে অধিনায়ক হতেই লাভের গুড় খাওয়ার স্বপ্ন উবে যায় 23.75 কোটির ভেঙ্কটেশের। তবে অধিনায়ক হওয়া না গেলেও সহ অধিনায়কের চেয়ারটা ফাঁকাই পেয়েছিলেন ভেঙ্কি। সেই সূত্রেই, দলে দাপট ছিল তাঁর! তবে পারফরমেন্সে? একেবারে লবডঙ্কা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুমে কলকাতার অর্থ হাঁসে খেয়েছে বলা যায়! সেই সূত্রেই, রান প্রতি মোটা অঙ্ক ঘরে তুলেছেন রাহানের আসনে বসতে চাওয়া ভেঙ্কটেশ!
এবারের IPL-এ ভেঙ্কটেশের পারফরমেন্স
কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে দামি প্লেয়ার তিনি। কিন্তু পারফরমেন্সের জোরে দামি হতে পারলেন কই? IPL 2025 সিজনের মোট 11 ম্যাচে কলকাতার জার্সি গায়ে 7 ইনিংস মিলিয়ে মাত্র 20.28 গড়ে সর্বসাকুল্য 142 রান করেছেন ভেঙ্কটেশ। 23.75 কোটির দামে এই প্রাপ্তি শাহরুখের? সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মাত্র 1টি অর্ধশতরান এসেছে ভেঙ্কটেশ আইয়ারের হাত ধরে।
এ যাত্রায় তাঁর সর্বোচ্চ ইনিংস ছিল 60 রানের। যেখানে মাত্র 14 বছরের কিশোর বৈভব সূর্যবংশী বিশ্বের তাবড় তাবড় বোলারদের পিটিয়ে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি গড়েছেন, সেখানে মধ্যপ্রদেশের অভিজ্ঞ প্লেয়ার ভেঙ্কটেশ পকেটে কোটি কোটি টাকা পুরেও দাগ কাটতে পারেননি কোনও ক্ষেত্রেই! নিজস্ব পারফরমেন্সের পাশাপাশি ভাইস ক্যাপ্টেন হিসেবেও ব্যর্থ হয়েছেন ভেঙ্কি! বরং রাহানের অনুপস্থিতে এক ম্যাচে ক্যারিবিয়ান তারকা সুনীল নারীনের নেতৃত্বে জয় পেয়েছিল কলকাতা।
অবশ্যই পড়ুন: ভয়ঙ্কর খবর! ইউনূস আসলে পাকিস্তানের জঙ্গি নেতা? ফাঁস বিরাট তথ্য
রান প্রতি কত টাকা কামিয়েছেন ভেঙ্কটেশ?
এবারের IPL-এ ভেঙ্কটেশের মূল্য ছিল 23.75 কোটি। তবে এই অর্থ ছাড়াও ম্যাচ প্রতি ম্যাচ ফি বাবদ আলাদা অর্থ রোজগার করেছেন তিনি। সব মিলিয়ে, ভেঙ্কটেশ আইয়ারের IPL 2025 মরসুমের মোট সংগ্রহের হিসেব করলে রান প্রতি আইয়ারের প্রাপ্ত অর্থ গিয়ে দাঁড়ায় 16 লক্ষ 72 হাজার 536 টাকায়। অর্থাৎ রাউন্ড ফিগারে কলকাতার এই ব্যর্থ সহ অধিনায়ক ওরফে অর্থের দিক থেকে সবচেয়ে দামি খেলোয়াড় রান প্রতি প্রায় 17 লক্ষ টাকা ঘরে তুলেছেন। যা সত্যি এই পারফরমেন্সে অভাবনীয়!