বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ঠাঁই হয়নি, তাই অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ বা BBL 2025 টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম (Babar Azam)। আপাতত যা খবর, অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া BBL 2025 মরসুমে সিডনি সিক্সার্স দলের হয়ে খেলবেন এই পাকিস্তানি অভিজ্ঞ।
সূত্রের খবর, অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্টিভ স্মিথও এই দলেই রয়েছেন। এমতাবস্থায়, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে বাবরের দল পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠছে, সিডনি সিক্সার্স-এর তরফে কত টাকা বেতন পাবেন তিনি?
কত টাকা বেতন পাবেন বাবর?
সদ্য প্রকাশিত বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমকে বিগ ব্যাশ লিগে খেলাবে সিডনির দল। জানা যাচ্ছে, বিগ ব্যাশ লিগের সমস্ত ফ্রাঞ্চাইজি একটি বেতনের মানদন্ডের অধীনে কাজ করে থাকে। সূত্র বলছে, অস্ট্রেলিয়ায় BBL টুর্নামেন্টে এক বিভাগের প্লেয়াররা সকলেই সমপরিমাণ অর্থ পান। খোঁজ নিয়ে জানা গেল, বিগ ব্যাশ লিগের বিভিন্ন ফ্রাঞ্চাইজিগুলি একজন পুরুষ ক্রিকেটারকে 4,20,000 অস্ট্রেলিয়ান ডলারে চুক্তিবদ্ধ করে থাকে।
সেই সূত্রেই, পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবরের টি-টোয়েন্টি ক্রিকেট ও পাকিস্তান সুপার লিগের পারফরমেন্স খতিয়ে দেখেই তাঁকে 4,20,000 অস্ট্রেলিয়ান ডলারের কিছুটা কম পরিমাণ অর্থ দিতে পারে সিডনি সিক্সার্স। অর্থাৎ, অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে বেতন বাবদ 2.35 কোটি টাকার থেকেও কম অর্থ পেতে পারেন বাবর।
বাবরের বেতন IPL-র আনক্যাপড প্লেয়ারের থেকেও কম
পাকিস্তান ক্রিকেটের অন্যতম বড় তারকা বাবর আজম। তবে বিগত বছরগুলিতে পারফরমেন্সের নিরিখে নিজেকে বড় করে দেখাতে পারেননি তিনি। খুব সম্ভবত সেই কারণেই পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন বাবর। তবে জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে চুটিয়ে ক্রিকেট খেলবেন আজম।
অবশ্যই পড়ুন: এবার পাকিস্তানের মুখোশ খুলল আমেরিকা! ফাঁস হল মিথ্যাচার, লাভ হবে ভারতেরই?
তবে বলে রাখি, অস্ট্রেলিয়ার মতো দেশের লিগ ক্রিকেটে সিডনি ভিত্তিক দলের তরফে বেতন বাবদ পাক তারকা বাবর যে অর্থ পাবেন তা আদতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণে খেলা আনক্যাপড ক্রিকেটার প্রিয়াংশ আর্যর 3.5 কোটি টাকার থেকেও কম। হ্যাঁ, IPL 2025 মরসুমের নিলাম পর্বে এই প্রিয়াংশকে 3.5 কোটি দিয়ে কিনেছিল পাঞ্জাব কিংস। তবে দুঃখের বিষয়, পাঞ্জাবের তরফে প্রিয়াংশ যে অর্থ পেয়েছেন তা বাবর আজমের সম্ভাব্য 2.35 কোটি বেতনের থেকে অনেকটাই বেশি।