কীভাবে, কোথায় সম্পূর্ণ বিনামূল্যে দেখবেন মোহনবাগান Vs জামশেদপুর সেমিফাইনাল?

Published on:

How to watch tomorrow's semi-final match of Mohun Bagan vs Jamshedpur FC completely free?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ অপেক্ষা কাটিয়ে অবশেষে বৃহস্পতিবার ISL সেমির প্রথম লেগে নামছে হোসে মোলিনার মোহনবাগান সুপার জায়েন্ট। 3 এপ্রিলের ম্যাচে টেবিল টপার সবুজ মেরুনের প্রতিপক্ষ, নর্থইস্টকে বিদায় জানানো জামশেদপুর এফসি। চলতি ISL মরসুমের 24 ম্যাচের 17টিতে জয় নিয়ে আগামীকাল ফেবারিট হিসেবেই মাঠে নামছে বাগান। ফলত, প্রতিপক্ষ শক্তিশালী হলেও আত্মবিশ্বাসটা চিরকালের মতোই তুঙ্গে রয়েছে কলকাতা ময়দানের এই প্রধানের। যদিও দলে চোট সমস্যা রয়েছে। জাতীয় স্তরে খেলতে গিয়ে বাগানের দুই তাবড় তারকা চোটাহত।

কাজেই আগামীকালের ম্যাচে (Mohun Bagan Vs Jamshedpur FC) আপাতত দুজনেই অনিশ্চিত। তবে সেই দুশ্চিন্তা মাথায় রেখেই, খালিদ জামিলের বিপক্ষে ছক কষছেন বাগান কোচ মোলিনা। কোথায় গড়াবে আগামীকালের হাই ভোল্টেজ ম্যাচ? কীভাবেই বা একেবারে বিনামূল্যে দেখা যাবে সবুজ মেরুন বনাম জামশেদপুরের সেমির মহাযুদ্ধ? রইল বিস্তারিত।

মোহনবাগান-জামশেদপুরের হেড টু হেড পরিসংখ্যান

গত রবিবার ISL নকআউট পর্বের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডকে উড়িয়ে এ মরসুমের সবচেয়ে শক্তিশালী দল মোহনবাগানের বিপক্ষে জায়গা পাকা করেছিল জামিলের জামশেদপুর এসি। আগামীকাল সেই সবুজ মেরুনের বিপক্ষেই নিজেদের প্রমাণ করার লড়াই লড়বে জামশেদপুরের ছেলেরা।

দুই দলের বিগত ম্যাচ পরিসংখ্যান বলছে, জামশেদপুর এখনও পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগে মোট 8 বার মোহনবাগানের মুখোমুখি হয়েছে। যার মধ্যে জামিলের দল জিতেছে 3 বার ও বাগান জিতেছে 4 বার। ফলত, হেড টু হেড লড়াইয়ে আপাতত এগিয়ে রয়েছে সবুজ মেরুন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

কখন, কোথায় গড়াবে ম্যাচ?

আগামীকাল অর্থাৎ 3 এপ্রিল, বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী, সন্ধ্যে 7:30 মিনিটে জামশেদপুরের ঘরের মাঠ JRD টাটা স্পোর্টস কমপ্লেক্সে সম্মুখ সমরে উপস্থিত হবে মোহনবাগান ও জামশেদপুর এফসি। এখন দেখার, চলতি ইন্ডিয়ান সুপার লিগের সেমির প্রথম লেগে কার দিকে ঘোরে ম্যাচের পাল্লা।

অবশ্যই পড়ুন: IPL-র মাঝেই এই দল ছাড়ার সিদ্ধান্ত যশস্বী জয়সওয়ালের

কীভাবে সম্পূর্ণ বিনামূল্যে দেখবেন এই ম্যাচ?

আগামীকাল মোহনবাগান সুপার জায়েন্ট বনাম খালিদ জামিলের দল জামশেদপুর এফসির দুর্ধর্ষ ম্যাচ একেবারে বিনামূল্যে দেখতে হলে নিজের ফোন অথবা ল্যাপটপে JioHotstar অ্যাপটি ডাউনলোড করুন। অথবা JioHotstar-র ওয়েবসাইট থেকেও এই হাই ভোল্টেজ ম্যাচের সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবেন। এছাড়াও স্টার স্পোর্ট 3 ও এশিয়ানেট প্লাস টিভি চ্যানেলে এই ম্যাচের লাইভ সম্প্রচার দেখা যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥