বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কাজে আসেনি ঘরের মাঠ। প্লে অফের কঠিন অঙ্ক সহজ করার পথে হেঁটেও মন খারাপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। যদিও কারণটা অবশ্য প্রতিপক্ষ পাঞ্জাব নয়, প্রীতির দলের বিপক্ষে শেষ ম্যাচে কলকাতার মন খারাপের কারণ হয়েছিল কালবৈশাখী। ঝড়ো হাওয়া, বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়ে রেখেছিল আবহাওয়া দপ্তর।
সেই মতোই গত 26 এপ্রিলের ম্যাচে বাগড়া হয় বৃষ্টি। ফলত, অজিঙ্কা রাহানে বাহিনীর ইনিংস ভেস্তে যাওয়ায় পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ। রবিবার রাজস্থানের (KKR Vs RR) বিরুদ্ধেও কি সেই দুঃসময়ের পুনরাবৃত্তি হবে? আজকের ম্যাচেও কি বাগড়া দেবে বৃষ্টি? কী বলছে ওয়েদার রিপোর্ট? বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেল কোন অঙ্কে প্লে অফে পৌঁছবে কলকাতা নাইট রাইডার্স? রইল যাবতীয় সংসয়ের সমাধান।
রবির ম্যাচে নাইটদের শত্রু বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ অর্থাৎ রবিবার রাজ্যের সব জেলাতেই ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে। সেই সাথেই রাতের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝড়ো হওয়ার পূর্বাভাস মিলেছে। এমতাবস্থায়, সকাল থেকে কলকাতার আকাশ রোদেলা থাকলেও সন্ধ্যা গড়াতেই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট। জানা যাচ্ছে, দক্ষিণ-পশ্চিম রাজস্থান ও উত্তর-পূর্ব রাজস্থানে ঘূর্ণাবর্তের কারণে উত্তর বাংলাদেশ ও বাংলাদেশ সংলগ্ন এলাকা গুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে তৈরি হয়েছে আরও এক ঘূর্ণাবর্ত।
এবার আসা যাক আসল কথায়, রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ পরিষ্কার। বেলা গড়াতে আংশিক মেঘলা আকাশের দেখা মিললে ধীরে ধীরে রোদ ছড়াচ্ছে চারিদিকে। তবে আবহাওয়ার এমন খামখেয়ালিপনার মাঝেই ওয়েদার সম্পর্কিত রিপোর্ট বলছে, আজ বিকেল অথবা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর জুড়ে। সেই সাথে হালকা থেকে মাঝারি ঝড়ো হওয়া বইবে বলেই খবর। এহেন আবহে চিন্তা বাড়ছে KKR বনাম রাজস্থান ম্যাচ নিয়ে। প্রশ্ন, উঠছে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে কতটা ক্ষতি হবে কলকাতার? কোন অঙ্ক ধরে প্লে অফে উঠবে নাইটরা? দেখে নিন।
বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হলে কীভাবে প্লে অফে উঠবে KKR?
হিসেব বলছে, ঝড়-বৃষ্টির জেরে যদি নাইটদের রবিবাসরীয় ম্যাচ ভেস্তে যায় সে ক্ষেত্রে কপাল পুড়বে কলকাতা নাইট রাইডার্সেরেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সাধারণ নিয়ম অনুযায়ী, প্লে অফে জায়গা করতে হলে 16 পয়েন্টের ম্যাজিক ফিগার ছুঁতে হয়। তবে আজকের ম্যাচ যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তবে দুই দলের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে পয়েন্ট। আর সেই নিয়ম অনুযায়ী, 11 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে আটকে থাকতে হবে নাইটদের। আর এখানেই রয়েছে অঙ্ক।
অবশ্যই পড়ুন: মাত্র ৪ দিনেরই গোলা, বারুদ মজুত আছে পাকিস্তানে! ভারতের সাথে যুদ্ধের আগে খুলল মুখোশ
সহজ হিসেবে, রাজস্থানের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে আসন্ন 3 ম্যাচের তিনটিতেই জিততে হবে কলকাতাকে। তবে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জয় নিশ্চিত করে রান রেটও বাড়াতে হবে। সব মিলিয়ে বলা যায়, আজকের ম্যাচে বৃষ্টি বাগড়া দিলে নাইটদের প্লে অফের স্বপ্ন কার্যত ফিকে হয়ে আসবে। যদিও সেই দুঃসময় যাতে না আসে সেজন্য প্রাণপাত করে প্রার্থনা করছেন KKR সমর্থকরা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |