Indiahood-nabobarsho

৭ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট! আদৌ প্লে অফে জায়গা করতে পারবে KKR? দেখুন সমীকরণ

Published on:

How will Kolkata Knight Riders make it to the playoffs?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নববর্ষের রাতে মাত্র 112 রান তাড়া করতে গিয়ে গলদঘর্ম অবস্থা হয়েছিল 3 বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের (Kolkata Knight Riders)। পাঞ্জাবের বিরুদ্ধে KKR-র এমন করুণ দশা দেখে একেবারে হতবাক হয়ে গিয়েছিলেন সমর্থকরা। যে কলকাতা নাইট রাইডার্স এতদিন, বড় রান তাড়া করে জিতেছে, সেই দলই নাকি সামান্য রানের লক্ষ্য ধাওয়া করতে গিয়ে একেবারে মুখ থুবড়ে পড়ে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ারদের সামনে কলকাতার এমন দুঃসময়ের কাহিনী বর্ণনা করতেও লজ্জা পাচ্ছেন ভক্তরা। এহেন আবহে, চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ে ফিরে পয়েন্ট তালিকায় অবস্থান উন্নীত হলেও প্রীতির পাঞ্জাবের কাছে হারতেই ফের ব্যাকফুটে KKR। বর্তমানে মাত্র 6 পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বর রয়েছে অজিঙ্কা রাজনের দল। আর এখানেই উঠছে প্রশ্ন। সমর্থকদের একটা বড় অংশের দাবি, এভাবে সহজ ম্যাচে দুরবস্থা হলে কীভাবে প্লে অফে উঠবে KKR?

প্লে অফের রাস্তা ক্রমশ জটিল হচ্ছে নাইটদের

পাঞ্জাবের বিপক্ষে লজ্জার হারের পর ফের বদলে গিয়েছে পয়েন্ট তালিকার চেহারা। বর্তমানে 7 ম্যাচের 3টিতে জয় নিয়ে তালিকার 6 নম্বর রয়েছে কলকাতার নাইট রাইডার্স। এখন প্রশ্ন, এই অবস্থান থেকে প্লে অফে জায়গা করতে কতগুলি ম্যাচ জিততে হবে রাহানেদের? হিসেব যা বলছে, সাধারণত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফে পৌঁছতে 8 ম্যাচ জিততে হয়। সে ক্ষেত্রে 7 ম্যাচের 5টিতে জিততেই হবে কলকাতাকে। অর্থাৎ দ্বিতীয়ার্ধের 5 ম্যাচে জয় আবশ্যিক।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আর তা সম্ভব হলেই প্লে অফে জায়গা করতে পারবে শাহরুখ খানের দল। যদিও বিশেষজ্ঞ মহলের দাবি, এই কাজ একেবারে সহজ হবে না। কেননা, KKR তাদের পরবর্তী 3 ম্যাচ খেলবে গুজরাত, পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালসের মতো শক্তিশালী দলগুলির বিপক্ষে। বর্তমানে 3 দলই দুর্দান্ত ছন্দে রয়েছে। নাইটদের পরবর্তী ম্যাচ রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। তবে এই 3 দলের প্রত্যেককেই আপাতত হারিয়ে জয় পেয়েছে KKR। কাজেই বলা যায়, এ মরসুমে প্লে অফের যাত্রা কঠিন হলেও একেবারে অসম্ভব নয়।

অবশ্যই পড়ুন: দাপটের সাথে ২০২৫ বিশ্বকাপে জায়গা পাকা করল পাকিস্তান! চাপে ভারত?

2021 সালের স্মৃতি ফেরাতে পারবেন রাহানে?

বর্তমানে কলকাতার অবস্থা যা, তাতে পরবর্তী প্রথম 3 ম্যাচে ধারাবাহিক জয় যথেষ্ট কঠিন। সূত্রের খবর, 7 ম্যাচের 5টিতে জিততে না পারলে প্লে অফের রাস্তা থেকে ছিটকে যাবে গতবারের চ্যাম্পিয়নরা। তবে সেই দুঃসময় একেবারেই দেখতে চান না রাহানে। মনে করা হচ্ছে, আগামী ম্যাচগুলি থেকে ঘুরে দাঁড়াতে পারে নাইটরা। তাছাড়াও কঠিন সময়ে অসাধ্য সাধন করে ফাইনালে ওঠার দৃষ্টান্ত রয়েছে KKR-র। এর আগে ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন কলকাতা দ্বিতীয় পর্বের ম্যাচগুলিতে সফল হয়ে ফাইনালে উঠেছিল। প্রশ্ন উঠছে, এবছর কি 2021 সালের স্মৃতি বিজরিত অধ্যায় নতুন করে লিখবেন রাহানে? উত্তর মিলবে সময়ের সাথে সাথে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group