AFC চ্যাম্পিয়নস লিগে রোনাল্ডোদের বিপক্ষে মাঠে নামবে মোহনবাগান! দেখুন সমীকরণ

Published:

Mohun Bagan SG Vs Al Nassr FC
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) খেলবে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা তথা পর্তুগালের অধিনায়ক ও আল নাসের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে! ভাবলেও কেমন অবাক লাগে তাই না? তবে এই আশ্চর্যের প্রদীপ টিমটিম করে জ্বললেও সম্ভাবনা কিন্তু চাগাড় দিচ্ছে বার বার।

আপাতত হিসেব যা বলছে, রোনাল্ডোর দল আল নাসের এশিয়া মহাদেশীয় টুর্নামেন্টের দ্বিতীয় স্তরের AFC চ্যাম্পিয়নস লিগ 2-র পরবর্তী মরসুমে কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী দল মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামতে পারে। কিন্তু কীভাবে সম্ভব হবে সব?

কীভাবে রোনাল্ডোদের বিরুদ্ধে খেলতে খেলতে পারবে বাগান?

জানিয়ে রাখি, গত মরসুমে দুরন্ত ফুটবল খেলে টানা দ্বিতীয়বারের জন্য ISL লিগশিল্ড জয়ের পাশাপাশি ট্রফি কাঁধে তুলেছে মোহনবাগান। আর সেই সূত্র ধরেই, AFC চ্যাম্পিয়নস লিগের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে সবুজ মেরুন। অন্যদিকে রোনাল্ডোর দল আল নাসের যদি 2024-25 সৌদি প্রো লিগের শীর্ষ দুইয়ে জায়গা করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে বাগান প্লেয়ারদের বিরুদ্ধে খেলতে হবে আল নাসেরের ছেলেদের।

কোন উপায়ে AFC চ্যাম্পিয়নস লিগ 2 টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করবে নাসের?

সাধারণত নিয়ম বলছে, সৌদি প্রো লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকা রোনাল্ডোর আল নাসের 2025-26 AFC চ্যাম্পিয়নস লিগ 2 টুর্নামেন্টের জন্য আপাতত যোগ্য। আসলে, সৌদি লিগের প্রথম দুই ও তৃতীয় নম্বর স্থানে থাকা তিনটি দল AFC চ্যাম্পিয়নস লিগ এলিটে জায়গা পেতে পারে। কাজেই বলা যায়, রোনাল্ডোদের মোহনবাগানের বিপক্ষে খেলতে হলে সৌদি প্রো লিগের তৃতীয় নম্বর স্ট্যান্ডে জায়গা ধরে রাখতে।

অবশ্যই পড়ুন: অ্যাকাউন্টে টাকা না থাকলেও ATM থেকে তোলা যাবে প্রয়োজনীয় অর্থ! শিখে নিন পদ্ধতি

প্রসঙ্গত, আল নাসের ছাড়াও বর্তমানে লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকা দল আল ইত্তিহাদ ও আল হিলালের কাছেও AFC টুর্নামেন্ট খেলার বড় সুযোগ রয়েছে। সেক্ষেত্রে তাদের অবস্থান থেকে সরলে চলবে না। প্রথম ও দ্বিতীয় স্থানে জায়গা পাকা করে ফেলতে হবে এই দুই শক্তিশালী ক্লাবকে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join