কন্যাশ্রী কাপ ফাইনাল নিয়ে অশান্তি পাকাল ইস্টবেঙ্গল! আদৌ হবে ম্যাচ?

Published on:

Huge complications have arisen regarding the Kanyashree Cup final

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইস্টবেঙ্গলের দ্বিমতে কন্যাশ্রী কাপ (Kanyashree Cup) নিয়ে তৈরি হয়েছে তুমুল জটিলতা। জানা যাচ্ছে, শনিবার সেমিফাইনালে সুরুচি সংঘকে 2-1 ব্যবধানে বধ করেছে শ্রীভূমি। এদিকে আগে থেকেই ফাইনালে উঠে জায়গা ধরে রেখেছে, লাল হলুদ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এমতাবস্থায়, মঙ্গলবার ফাইনাল হওয়ার কথা। তবে শোনা যাচ্ছে, হাইভোল্টেজ ম্যাচের ময়দান নিয়ে তৈরি হয়েছে ব্যাপক জটিলতা। কারণ অবশ্য লাল হলুদের মত পরিবর্তন। সূত্রের খবর, ফাইনালের জন্য যে মাঠ বেছে নেওয়া হয়েছে তা নাকি পছন্দ নয় ইস্টবেঙ্গলের।

IFA-কে চিঠি ইস্টবেঙ্গলের

নির্ধারিত সুচি অনুযায়ী মঙ্গলবার হওয়ার কথা ছিল কন্যাশ্রী কাপের ফাইনাল। তবে সেই মহারণের প্রাক্কালে আচমকা বেঁকে বসলো ইস্টবেঙ্গল। সূত্রের যা খবর, প্রথমে শোনা গিয়েছিল খেতাবি লড়াই হবে লাল হলুদের মাঠে। তবে পরবর্তীতে তা কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করার সিদ্ধান্ত একপ্রকার পাকা হয়ে গিয়েছিল, ঠিক সেই সময়ে ইউ টার্ন নিল ইস্টবেঙ্গল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জানা যাচ্ছে, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলতে রাজি নয় মশাল ব্রিগেড। সে কথা জানিয়েই IFA-কে চিঠি দিয়েছে ময়দান প্রধান ইস্টবেঙ্গল। চিঠিতে লাল হলুদ জানিয়েছে, তারা কোনও ভাবেই কিশোর ভারতীতে ফাইনাল খেলবে না। বদলে, অন্য কোনও বিকল্প ভেন্যুর ব্যবস্থা করা হলে সেখানে পৌঁছে যাবে ইস্টবেঙ্গলের প্লেয়াররা। মূলত এমন দাবিতেই বঙ্গ ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে সাফ বার্তা দিয়েছে ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গলের আরও দাবি

IFA-কে দেওয়া ওই চিঠিতে লাল হলুদ কর্তাদের তরফে আরও জানানো হয়, আসন্ন জুনের প্রথম সপ্তাহের আগে ফাইনাল খেলতে পারবে না, লাল হলুদ ব্রিগেড। একই সাথে, কলকাতা ঘরোয়া লিগের চ্যাম্পিয়নশিপ নিয়েও স্পষ্ট অবস্থান জানতে চাওয়া হয়েছে বাগান প্রতিবেশীর তরফে।

অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমের খবর ফাঁস! গম্ভীরের অভিযোগের পর কেরিয়ার শেষের পথে গুপ্তচরের

উল্লেখ্য, ইস্টবেঙ্গলের চিঠির পরিপ্রেক্ষিতে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে IFA। লাল হলুদের এমন একাধিক দাবি-দাওয়া পূরণ করা হবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। তবে সচিব অনির্বাণ দত্ত আশা করছেন, শীঘ্রই কাটবে জটিলতা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group