বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিবেশী মোহনবাগানের জোড়া সাফল্যের মাঝে ইস্টবেঙ্গলে (East Bengal) অশান্তির আমেজ। গোটা মরসুমে চরম ব্যর্থতার জেরে একেবারে খাদের কিনারা থেকে কোনওমতে ফিরে এসেছে লাল হলুদ। সামনে সুপার কাপ, তাই জোর কদমে চলছে সেই মহাযুদ্ধের প্রস্তুতি। এমতাবস্থায়, ইস্টবেঙ্গল শিবিরে বাঁধলো অশান্তি।
সূত্রের খবর, সুপার কাপের আগে প্রস্তুতি ম্যাচ চলাকালীন কোচ অস্কার ব্রুজোর সাথে ঝামেলায় জড়িয়ে যান লাল হলুদের বিদেশি তারকা ক্লেটন সিলভা। জানা গিয়েছে, কোচের সাথে ঝামেলার কারণে 30 সেকেন্ডের মধ্যেই মাঠ ছেড়ে হোটেলে ফিরে যান ক্লেটন। সুপার কাপে খেলবেন তো?
কোচের সাথে মতবিরোধ
রবিবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের। সেই মতো নিউটাউনে ফেডারেশনের উৎকর্ষ কেন্দ্রে গড়িয়েছিল খেলা। আর এই ম্যাচ ঘিরেই তৈরি হয়েছিল জোর অশান্তি। সূত্রের খবর, বিদেশি তারকা ক্লেটনকে নাকি তাঁর পছন্দের জায়গা থেকে সরিয়ে অন্য একটি ভূমিকায় খেলাচ্ছিলেন কোচ অস্কার। আর তাতেই ঘোর আপত্তি ছিল লাল হলুদ তারকার। জানা যায়, প্রস্তুতি ম্যাচের একেবারে প্রারম্ভ থেকেই ব্রুজো নাকি তাঁকে প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখার নির্দেশ দিচ্ছিলেন। অন্যদিকে ক্লেটন সাফ জানিয়ে দেন, তিনি নিজের মতো খেলবেন।
আর তাতেই নাকি চোটে যান অস্কার। ইস্টবেঙ্গল তারকাকে বলতে শুরু করেন ‘নিজের জায়গায় খেলো।’ প্রত্যুত্তরে সিলভা ফের জানায় তাঁকে নিজের মতো খেলতে দেওয়া হোক। তাতে রাজি হননি অস্কার। এরপরই নাকি কোচের সাথে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সিলভা! শেষ পর্যন্ত তর্কের মাঝেই মাঠ ছেড়ে বেরিয়ে যান লাল হলুদ তারকা। ইস্টবেঙ্গল ফুটবলারের এমন আচরণ মাথায় হাত পড়েছে অনেকেরই। প্রশ্ন উঠছে, তাহলে কি সুপার কাপের আগেই বিদায় নেবেন ক্লেটন? উত্তর এখনও মেলেনি।
ক্লেটনকে রাখতে চান না অস্কার?
কোচের সাথে বিতর্কের আগে সিলভাকে নিয়ে বেশ কয়েকটি খবর উঠে এসেছিল। জানা গিয়েছিল, লাল হলুদ শিবিরে তাঁর জায়গা হওয়াটা নাকি পূর্ব পরিকল্পিত ছিল না। একবার কোচ অস্কার নিজেই বলেছিলেন, ক্লেটন একেবারেই তাঁর পছন্দ নয়। বিকল্প না থাকায় তাঁকে অগত্যা দলে টানতে হয়েছে। আগামী মরসুমে তাঁকে কিছুতেই ইস্টবেঙ্গলের রাখতে চান না লাল হলুদের এই স্প্যানিশ কোচ। এমতাবস্থায়, সুপার কাপের আগে বিদেশির সাথে মনোমালিন্য কি ক্লেটনের বিদায় ঘন্টা বাজিয়ে দিল? প্রশ্ন তুলছেন অনেকেই।
অবশ্যই পড়ুন: BCCI অতীত, এবার ICC-র বড় পদে সৌরভ
ক্লাবের অন্দরে ঘনাচ্ছে অশান্তি!
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের হাল ফেরাতে ভাল ফুটবলার খুঁজে আনার দায়িত্ব দেওয়া হয়েছে হায়দরাবাদের প্রাক্তন কোচ থাংবোই সিংটোকে। জানা গিয়েছে, কোচ অস্কার খোদ এই দায়িত্ব দিয়েছেন তাঁকে। যার কারণে ক্লাবের মুখ্য টেকনিক্যাল অফিসারদের ক্ষমতা কমতে চলেছে। আশঙ্কা করা হচ্ছে, ব্রুজোর এমন পদক্ষেপের পর, তাঁকে ছেড়ে কথা বলবে না অন্যান্যরা! ফলত, সুপার কাপের আগে একাধিক অশান্তিতে জড়িয়ে একেবারে লেজে গোবরে অবস্থা হতে পারে কলকাতা ময়দানের এই প্রধানের।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |