বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে নিজের জাত চিনেছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ইংরেজদের বিরুদ্ধে 20 ওভারের ম্যাচগুলিতে দুর্দান্ত পারফর্ম করে এবার ওয়ানডের ময়দানে নামতে চলেছেন পান্ডিয়া। আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টেও তার জায়গা আগলে রেখেছে বোর্ড। এহেন আবহে ভারতীয় তারকার এক আত্মবিশ্বাসী সাক্ষাৎকার প্রকাশ্যে এনেছে ICC। যেখানে নিজের সুর চড়িয়ে 2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের স্মৃতিচারণা করেছেন হার্দিক।
আত্মবিশ্বাসী সুর হার্দিক পান্ডিয়ার গলায়
বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের শেয়ার করা একটি সাক্ষাৎকারে 2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের একটি হাই ভোল্টেজ ম্যাচের স্মৃতিচারণা করেছেন পান্ডিয়া। সেবার পাক ক্রিকেটারদের বিরুদ্ধে 4 উইকেটের ব্যবধানে জিতেছিল ভারত। আর এই ম্যাচেই পাকিস্তানের 3 উইকেটে দখল জমিয়েছিলেন ভারতীয় তারকা।ICC-র দৌলতে প্রকাশ্যে আসা সেই সাক্ষাৎকারে পান্ডিয়া জানিয়েছেন সেবার কীভাবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের চাপ সামলে ছিলেন তিনি।
সাক্ষাৎকারে পান্ডিয়া বলেন, উত্তেজনাপূর্বক ম্যাচে খেলোয়াড়দের ওপর চাপ থাকবেই। তবে সেই চাপ কীভাবে সামলে ওঠা যাবে তা নির্ভর করে একজন ক্রিকেটারের মনোভাবের ওপর। আসলে আমি হার্দিক পান্ডিয়ার হয়ে খেলি না, আমি খেলি ভারতের হয়ে। আর এটাই আমার প্রধান লক্ষ্য। পান্ডিয়া আরও বলেন, ম্যাচের শেষে মাত্র 2টি বল খেলা হোক কিংবা 60টি আমার লক্ষ্য থাকে প্রতিটি বলে রান তুলে জয়ের কাছাকাছি পৌঁছানো।
2022 সালের সেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। সেবার মেলবোর্নের মাঠে স্টেডিয়াম ঠাসা দর্শকের মাঝে ফিল্ডিং করার অভিজ্ঞতা কেমন ছিল সে বিষয়ে পান্ডিয়া বলেন, আমি যখন মাঠে প্রবেশ করি দেখলাম, স্টেডিয়াম জুড়ে ভক্তরা দলের হয়ে গলা ফাটাচ্ছেন। তাদের গলায় নিজের নামও শুনতে পেয়েছি বহুবার। যা সত্যিই অসাধারণ ছিল। যদিও সবটা মানিয়ে নিতে আমার বেশ কিছুটা সময় লেগেছিল। দর্শকদের উত্তেজনা আমাকে সত্যিই ম্যাচের জন্য উজ্জীবিত করেছিল।
টি-টোয়েন্টির অপ্রাপ্তি ওডিআইতে ঘোঁচাবেন পান্ডিয়া!
ইংলিশদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের যাত্রা শেষ করে আগামীকাল 3 ম্যাচের ওডিআই সিরিজ শুরু করতে চলেছে রোহিত শর্মার দল। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঘোষিত দলে জায়গা হয়েছে তারকা অলরাউন্ডার পান্ডিয়ার। জস বাটলারদের বিপক্ষে টি-টোয়েন্টির ময়দানে নিজের রণমূর্তি দেখিয়েছেন পান্ডিয়া।
অবশ্যই পড়ুন: দুঃসময়ে খুশির হওয়া ইস্টবেঙ্গলে! দীর্ঘ চোট কাটিয়ে মাঠে ফিরলেন মশালবাহিনীর দুই সেনা
তবে ধারাবাহিকভাবে তীব্র আক্রমণ শানানো হয়নি তার। মনে করা হচ্ছে, টি-টোয়েন্টির সেই অপ্রাপ্তি ওডিআই ম্যাচ দিয়ে ঘোঁচাবেন হার্দিক। সূত্র বলছে, 6 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওডিআই সিরিজে ভারতের হয়ে 6 নম্বরে ব্যাট করতে নামবেন পান্ডিয়া। এই ম্যাচে ভারতীয় তারকার ব্যাট এবং বল দুই দিকেই নজর থাকবে দর্শকদের।