বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘাড়ের পাশে গরম নিঃশ্বাস ফেলছে চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy) টুর্নামেন্ট। ক্রিকেটপ্রেমীদের কাছে যা মিনি ওয়ার্ল্ড কাপ নামেও পরিচিত। আর এই ICC টুর্নামেন্টকে পাখির চোখ করেই ঘর গোছানোর তোড়জোড় শুরু করে দিয়েছে বিভিন্ন দল। অংশগ্রহণকারী দলগুলির পক্ষ থেকে ইতিমধ্যেই পরিবর্তনশীল স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
এহেন আবহে 2024 মরসুমের বর্ষসেরা ওডিআই দল প্রকাশ করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তবে অস্বস্তির বিষয়, আইসিসির সেই দলে জায়গা হয়নি কোনও ভারতীয় খেলোয়াড়ের। বরং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার 24 বর্ষের সেরা ওয়ানডে স্কোয়াডে নাম জুড়েছে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো দেশগুলির ক্রিকেটারদের।
কেন ICC-র বর্ষসেরা ওডিআই দলে জায়গা হলো না ভারতীয় খেলোয়াড়দের?
আইসিসি বর্ষসেরা দল প্রকাশ করেছে আর সেখানে ভারতীয় ক্রিকেটারদের নাম নেই এই ঘটনা স্বদেশীদের জন্য সত্যিই লজ্জার। তবে সম্মানের প্রশ্ন উঠলেও সমগোত্রীয় ঘটনা ঘটেছে সদ্য প্রকাশিত আইসিসির বর্ষসেরা ওডিআই দলে। হ্যাঁ, ভারতীয় খেলোয়াড়দের ছাড়াই 2024 সালের সেরা ওডিআই দল ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। কিন্তু কেন? এই প্রশ্নই এখন কুড়ে কুড়ে খাচ্ছে ভারতীয় সমর্থকদের।
জানা গিয়েছে, গতবছর মাত্র 3টি ওডিআই ম্যাচ খেলেছে ভারত। কাজেই ওডিআই ম্যাচের সংখ্যা কম হওয়ার পাশাপাশি 2024 সালে প্রতিটি ওয়ানডে ম্যাচেই পরাজয় দেখেছে টিম ইন্ডিয়া। যেখানে শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলি 24 বর্ষে ভারতের থেকে বেশি ম্যাচ খেলায় আইসিসির বর্ষসেরা তালিকায় জায়গা পেয়েছেন সেই দেশের ক্রিকেটাররা। বলা বাহুল্য, গত বছর ওয়ানডেতে লঙ্কান বাহিনীর পারফরমেন্স ভাল থাকায় শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কাকে বর্ষসেরা ওডিআই দলের অধিনায়ক করেছে আইসিসি।
ICC-র বর্ষসেরা ওডিআই দলে ভারী লঙ্কানরা
2024 বর্ষের ওয়ানডে তালিকা খতিয়ে দেখে বর্ষসেরা স্কোয়াডে মোট 4 দেশ পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের জায়গা দিয়েছে আইসিসি। তবে সবচেয়ে মজার বিষয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বর্ষসেরা দলে ভিড় বাড়িয়েছেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটাররা। আইসিসির বর্ষসেরা ওডিআই দলে জায়গা হয়েছে 4 জন লঙ্কান ক্রিকেটারের, পাকিস্তান থেকে দলে ভিড়েছেন 3 খেলোয়াড়, আফগানিস্তান থেকে 3 এবং সবশেষে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে 1 জন ক্রিকেটারের জায়গা হয়েছে 2024 সালের বর্ষসেরা ওডিআই স্কোয়াডে।
অবশ্যই পড়ুন: মমতার ধমকেই হল কাজ, এবার রাজ্যের সব বনাঞ্চলেই ফ্রি এন্ট্রি, স্বস্তি পর্যটকদের
2024 সালের ICC ওডিআই টিম অফ দ্য ইয়ার
স্যাম আইয়ুব, রহমানুল্লাহ গুরবাজ, পথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস(উইকেট রক্ষক), চারিথ আসলাঙ্কা(অধিনায়ক), শেরফেন রাদারফোর্ড, আজমতুল্লাহ উমরজাই, ওয়ানিন্দু হাসরাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, আল্লাহ গাজানফার।