ফাইনাল হবে না পাকিস্তানে, ভারতের কারণে বদলে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, ঘোষণা ICC-র

Published on:

india pakistan

কৌশিক দত্ত, কলকাতাঃ অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025 ) সূচি জারি করল আইসিসি। দীর্ঘ টালবাহানার পর চ্যাম্পিয়ন্স ট্রফির গোটা শিডিউল জারি করেছে ICC। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দ্বারা জারি করা সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্টের শুরু হচ্ছে। ৯ মার্চ হবে ফাইনাল খেলা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত, পাকিস্তান ম্যাচ ২৩ ফেব্রুয়ারি

ICC Champions Trophy শুরুর পরের দিনই বাংলাদেশের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। গ্রুপের দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান মহারণ দেখা যাবে। গ্রুপের শেষ ম্যাচ ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর সেমিফাইনাল ৪ ও ৫ মার্চ হবে। ৯ মার্চ ফাইনাল ম্যাচ। ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

আইসিসির জারি করা শিডিউল অনুযায়ী, ভারত তাঁদের গ্রুপ পর্বের সমস্ত ম্যাচ দুবাইতে খেলবে। ওদিকে প্রথম সেমিফাইনালও দুবাইতে অনুষ্ঠিত হবে। তবে ফাইনাল ম্যাচ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে হতে চলেছে। কিন্তু ভারতীয় দল ফাইনালে পৌঁছলে এই ভেনুও পাল্টে যাবে। কারণ ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না। আর এই কারণেই গোটা টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজিত হচ্ছে।

ICC Champions Trophy 2025 Schedule

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন্স ট্রফি মোট আটটি দলকে নিয়ে হবে। আটটি দল দুটি গ্রুপে বিভক্ত থাকবে। প্রথম গ্রুপে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশ রয়েছে। দ্বিতীয় গ্রুপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও আফগানিস্তান রয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥