পার্থ সারথি মান্না, কলকাতাঃ অবশেষে সমাপ্তি ঘটল চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (ICC Champions Trophy) নিয়ে চলতে থাকা বিতর্কের। ভারতের দাবি মেনে হাইব্রিড মডেলেই টুর্নামেন্টের আয়োজন করা হবে। অর্থাৎ ম্যাচ খেলার জন্য পাকিস্তান যাবে না ভারতীয় দল। তাহলে কিভাবে হবে ম্যাচ? আর কোথায় হবে সেমি ফাইনাল থেকে ফাইনাল? জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
BCCI-র চাপে মাথা নত PCB-র
আসন্ন ২০২৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ভারতের দাবি মেনে নেওয়া হয়েছে, ফলে হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। তবে একইসাথে পাকিস্তানেরও একটি দাবি মানা হয়েছে। আগামী ২০২৭ পর্যন্ত পাকিস্তানও ICC-র কোনও টুর্নামেন্টে ভারতে খেলতে আসবে না। বদলে কোনো একটি নিরপেক্ষ দেশে দুই দলের ম্যাচ আয়োজন করতে হবে।
আসলে সমস্যার সূত্রপাত হয় যখন বিসিসিআই বলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে পাঠাবে না। BCCI-র এই ঘোষণা পর পাকিস্তান ক্রিকেট বোর্ডও হাইব্রিড মডেলে খেলতে নারাজ হয়ে যায়। এরপর থেকেই দীর্ঘ সময় ধরে সমস্যার সমাধানের চেষ্টার পর শেষমেশ হাইব্রিড মডেলেই খেলা হচ্ছে।
ICC এর সিদ্ধান্তে ক্ষতি সত্ত্বেও রাজি ভারত
পাকিস্তানে খেলতে না যাওয়ার ভারতের দাবি মেনে নিলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের এর একটি দাবি মানতে হয়েছে বিসিসিআইকে। আর সেখানেই ক্ষতি ভারতের। আসলে আসন্ন ২০২৬ এর টি২০ বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হবে। কিন্তু পাকিস্তান সেই টুর্নামেন্ট খেলতে ভারতে আসবে না। এর মানে এই যে, পাকিস্তান তাঁদের সমস্ত ম্যাচই শ্রীলঙ্কায় খেলবে। এমনকি ভারত ও পাকিস্তান দুই দল যদি সেমিফাইনাল বা ফাইনালে ওঠে, তাহলেও সেই খেলা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এতে বিসিসিআইয়ের যে বিপুল ক্ষতি, তা বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, বিগত এক দশকেরও বেশি সময় ধরে আইসিসি ও এসিসি এর বিভিন্ন ম্যাচে একে অপরের বিপরীতে খেললেও পাকিস্তানে গিয়ে খেলা হয়নি। বরং অন্য কোন নিরপেক্ষ দেশেই খেলা হয়েছে। শেষবার ২০০৫-২০০৬ সালে ভারতীয় দল পাকিস্তানে খেলতে গিয়েছিল আর পাকিস্তান ২০১২-২০১৩ সালে শেষ ভারতে খেলতে এসেছিল।