PCB-কে বড় ঝটকা দিল ICC, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কবে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত?

Published on:

icc champions trophy pcb icc

কৌশিক দত্ত, কলকাতাঃ ২০২৫ এ হতে চলা ICC Champions Trophy নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। শোনা যাচ্ছিল যে, ৫ ডিসেম্বর হওয়া বৈঠকে সব সমস্যার সমাধান হবে। কিন্তু সে গুড়ে বালি। বিসিসিআই এর সচিব জয় শাহ ৫ ডিসেম্বর ICC-র পদে অফিসিয়ালি আসিন হয়েছেন। ওনার অভিষেকের দিনেও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোন সুরাহা হয়নি।

WhatsApp Community Join Now

আগামী বছর ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন হবে। এবার পাকিস্তানে হওয়ার কথা এই টুর্নামেন্ট। যেহেতু BCCI বেঁকে বসেছে, তাই এখনও পর্যন্ত চূড়ান্ত নয় যে কীভাবে আর কোথায় হবে এই টুর্নামেন্ট। আসলে নিরাপত্তাজনিত কারণে BCCI স্পষ্ট জানিয়েছিল যে, তাঁরা টিম ইন্ডিয়াকে পাকিস্তানে পাঠাবে না। বিসিসিআই জানিয়েছিল যে, এই টুর্নামেন্ট যদি হাইব্রিড মডেলে আয়োজিত হয়, তাহলে তাঁদের কোনও অসুবিধে নেই। পাকিস্তান প্রথমে BCCI-র হাইব্রিড মডেলের প্রস্তাব নাকোচ করে দেয়। কিন্তু এখন তাঁরা প্রস্তুত। পাশাপাশি PCB হাইব্রিড মডেলের জন্য কয়েকটি দেশের নামও পস্তাব করতে পারে বলে জানা যাচ্ছে।

পিসিবির দাবি মানেনি আইসিসি

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে হওয়া মিটিংয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড কয়টি বড় দাবি করেছে। PCB আইসিসিকে জানিয়েছে ভারত, পাকিস্তানের পাশাপাশি আরও একটি দেশকে নিয়ে কোনও নিরপেক্ষ ভেন্যুতে একটি সিরিজ করানো হোক। যদিও, এই নিয়ে সহমত পোষণ করেনি ICC।

৭ ডিসেম্বর নেওয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বর আরেকটি মিটিং করবে ICC। সেই মিটিংয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শোনা যাচ্ছে যে, চ্যাম্পিয়ন্স ট্রফির শিডিউল তৈরি হয়ে গিয়েছে। ৭ তারিখের পর ICC সেটি জারি করতে পারে।

সঙ্গে থাকুন ➥
X