চ্যাম্পিয়নস ট্রফির আগেই চাপ বাড়বে ব্যাটারদের, বোলারদের সুবিধা দিতে নয়া নিয়ম আনছে ICC

Published on:

icc new rules

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুর্দিন ঘনিয়ে আসছে ব্যাটারদের! ওয়াইড বলের নিয়মে কিছুটা বদল এনে বোলারদের বাড়তি সুবিধা দিতে চাইছে আইসিসি (International Cricket Council)। হ্যাঁ, অনেকেই মনে করছেন ক্রিজে টিকে থাকা ব্যাটসম্যানের শেষ মুভমেন্টের কারণে অনেক সময়ে বল ওয়াইড হয়ে যায়। আর এই নিয়মেই বদল এনে বোলারদের সুবিধা দিতে চাইছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সদ্য দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার শন পোলকের গলাতেও শোনা গিয়েছে সমগোত্রীয় সুর।

কেন ওয়াইড বলের নিয়ম বদল হবে?

WhatsApp Community Join Now

প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার শন পোলকের মতোই অনেকে মনে করছেন, ওয়াইড বলের ক্ষেত্রে ICC-র বর্তমান নিয়মগুলি যথেষ্ট চাপে রেখেছে বোলারদের। কেননা, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চলতি নিয়ম অনুযায়ী, ব্যাটসম্যান যদি শেষ মুহূর্তে সরে দাঁড়ান সেক্ষেত্রে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া বলকে ওয়াইড বলে দাগিয়ে দেওয়া হয়। এবার এই নিয়মে কিছুটা পরিবর্তন আনা দরকার বলেই মনে করছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

ঠিক কী বলেছেন পোলক?

ওডিআই হোক কিংবা আন্তর্জাতিক টি-টোয়েন্টি, সব ক্ষেত্রেই আইসিসির চলতি নিয়ম বোলারদের ওপর চাপ বাড়িয়েছে। সাধারণত ব্যাটসম্যানরা বোলারদের লাইন এবং লেংথ থেকে সরে গিয়ে ক্রিজে চেপে আসলে বলটি ওয়াইড হয়ে যায়। প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার বলছেন, আমি আইসিসি ক্রিকেট কমিটির অংশ এবং আমরা বোলারদের জন্য ওয়াইড বলের নিয়মগুলি আরও শিথিল করার কথা ভাবছি। আইসিসি বোলারদের কিছুটা বাড়তি সুযোগ দেওয়ার চেষ্টায় রয়েছে। আমার ব্যক্তিগত মতামত, ওয়াইডের ক্ষেত্রে এখন যে নিয়ম রয়েছে তা বোলারদের জন্য প্রচন্ড কঠিন।

শন আরও বলেন, ম্যাচ চলাকালীন কোনও ব্যাটসম্যান যদি শেষ মুহূর্তে সরে দাঁড়ায়, তাহলে সেটি বোলারদের জন্য একেবারেই আদর্শ নয়। একজন বোলারকে তাঁর রান-আপের শুরুতেই জানতে হবে তিনি কোথায় বল করবেন। বর্তমান নিয়ম অনুযায়ী, বোলার বল ছাড়ার আগেই ব্যাটসম্যান যদি লাইন থেকে সরে যায়, সে ক্ষেত্রে বলটি দাগের বাইরে চলে গেলে সেটিকে ওয়াইড ডাকা হয়। আমি এই নিয়মে কিছুটা পরিবর্তন আনতে চাই।

বোলারদের ভুল ধরিয়ে দিলেন পোলক!

ওয়াইড প্রসঙ্গে কথা বলতে বলতেই বোলারদের ঘাটতি নিয়ে মুখ খোলেন দক্ষিণ আফ্রিকার 51 বছর বয়সী প্রাক্তন অলরাউন্ডার। পোলক বলেন, রান-আপের সময়ে ঠিক কোথায় বল করতে হবে তা প্রত্যেক বোলারের জানা উচিত। আমি চাই রান-আপ নেওয়ার সময়ে বোলাররা জানুক তাঁদের ঠিক কোথায় বল করাটা দরকার। একদম শেষ মুহূর্তে পৌঁছে কেন একজন বোলারকে তাঁর খেলার পরিকল্পনা পরিবর্তন করার কথা বলতে হবে? কোথায় বল করা উচিত তার একটা পরিষ্কার ধারণা প্রথম থেকেই দক্ষ বোলারের মধ্যে থাকা দরকার।

সঙ্গে থাকুন ➥
X