বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা ICC-র নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনও দল এক ওভার কম বল করে সেক্ষেত্রে কাটা হয় এক পয়েন্ট। সেই সাথেই করা হয় পাঁচ শতাংশ জরিমানা। এর পোশাকি নাম স্লো ওভার রেট।
তবে একই ভুল যদি দু ওভারের ক্ষেত্রে হয় অর্থাৎ, কোনও দল যদি নির্ধারিত সময়ের মধ্যে দু ওভার কম করে তবে সেক্ষেত্রে জরিমানা সহ শাস্তির পরিমাণ হয়ে যায় দ্বিগুণ। এবার তেমনটাই হল ইংল্যান্ডের সাথে।
ভারতের বিরুদ্ধে লর্ডস টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে দু ওভার কম করার কারণে বড় শাস্তি পেল ইংল্যান্ড দল। তবে ইংরেজদের ওপর শাস্তির খাড়া নেমে এলেও, রেহাই পেয়েছে টিম ইন্ডিয়া। আর তাতেই ক্ষোভে ফুঁসছেন ইংলিশদের অনেকেই।
মন্থর ওভারের কারণে শাস্তি পেল ইংল্যান্ড
ভারতের বিরুদ্ধে দুটি টেস্ট জিতে 24 পয়েন্টে উঠেছিল ইংরেজদের দল, তবে ICC-র নিয়ম অনুযায়ী, মন্থর ওভারের কারণে 2 পয়েন্ট কাটা হয়েছে তাদের। তাই বর্তমানে ইংলিশদের পয়েন্ট 22। যার জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকাতে ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। বর্তমানে ওই তালিকায় ইংরেজদের অবস্থান 3 নম্বরে।
ইংল্যান্ডের শাস্তি মেনে নিতে পারছেন না প্রাক্তন অধিনায়ক
লর্ডস টেস্টে নির্ধারিত সময়ের থেকে 2 ওভার কম করার শাস্তি পেয়েছে ইংল্যান্ড। যে খবর কানে যেতেই নিজেকে আটকে রাখতে পারেননি, প্রাক্তন ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এমন শাস্তির খবর পাওয়ার সাথে সাথেই নিজের X হ্যান্ডেলে ক্ষোভ জাহির করে ভন লেখেন, সঠিকভাবে দেখতে গেলে, লর্ডস টেস্টে দু দলেরই ওভার রেট অত্যন্ত খারাপ ছিল। তাহলে কেন একটা দলই শাস্তি পেল, এটা আমি বুঝে উঠতে পারছিনা। মূলত এমন বক্তব্য এনেই ভারতের শাস্তি না পাওয়ার বিষয়টিকেই দেখাতে চেয়েছেন প্রাক্তন ইংরেজ তারকা।
Let’s be honest both teams over rates at Lords were very very poor .. How only 1 team has been reprimanded is beyond me .. #ENGvsIND
— Michael Vaughan (@MichaelVaughan) July 16, 2025
অবশ্যই পড়ুন: নিষ্ক্রিয় হয়ে গেল ১.১৭ কোটি আধার নম্বর, কেন এমন কড়া পদক্ষেপ নিল কেন্দ্র?
কীভাবে রেহাই পেল ভারত?
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম বলছে, টেস্ট ক্রিকেটের যে ইনিংসে 80 ওভারের বেশি খেলা গড়াবে সেখানেই স্লো ওভার রেটের বিষয়টি ধার্য করা হবে। তবে লর্ডসে ভারত এবং ইংল্যান্ড কোনও দলই এক ইনিংসে 80 ওভারের বেশি ব্যাট করেনি। এদিকে দ্বিতীয় দিনে নির্ধারিত সময়ের থেকে দুই ওভার কম বল করেছে ইংল্যান্ড। মূলত সেই কারণেই শাস্তি পেয়েছে ইংলিশ দল।
অন্যদিকে লর্ডস টেস্টের প্রথম দিনে ওভার রেট কম থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের শাস্তি থেকে রেহাই পেয়েছে ভারত। যদিও এর নেপথ্যে বড় কারণ হল, মাঠে আচমকা পন্থ চোট পাওয়ায় বেশ খানিকটা সময় ধরে চলে তাঁর চিকিৎসা। শেষ পর্যন্ত শুশ্রুষা পর্ব কাটিয়ে ফের ম্যাচে ফেরে ভারত। যদিও এদিন পন্থের বদলে উইকেটকিপিং করেছিলেন ধ্রুব জুরেল।
ফলে সব মিলিয়ে বেশ খানিকটা সময় গিয়েছে। কাজেই, চোটের কারণে খেলোয়াড়ের চিকিৎসার জন্য যেহেতু সময় নষ্ট হয়েছে তাই ভারতের ক্ষেত্রে বিষয়টি স্লো ওভার রেট হিসেবে দেখা হয়নি। স্বাভাবিকভাবেই ICC-র শাস্তি এড়িয়ে যেতে পেরেছে টিম ইন্ডিয়া। যদিও এ বিষয়ে অনেকেরই দ্বিমত রয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |